Loading..

প্রকাশনা

০১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:০৮ অপরাহ্ণ

পরীক্ষার্থী নয় শিক্ষার্থী তৈরি করি



পরীক্ষার্থী নয় শিক্ষার্থী তৈরি করি 


কী অদ্ভুত একটা জাতি আমরা⁉️


মা-বাবার চিকিৎসার জন্য #টাকা থাকে না, কিন্তু ফাতেহা-জেয়াফত কিংবা অন্তষ্টি ক্রিয়ার এর জন্য থাকে!


বাচ্চা ডেলিভারির খরচা জমা থাকে কিন্তু আক্বিকার জন্য টাকা থাকে না!


সন্তানের জন্য সঞ্চয়/বিনিয়োগ করি, কিন্তু সন্তানকে সঞ্চয়/বিনিয়োগ বানাই না!


রোগ হলে ওষুধ খেতে পারি, কিন্তু রোগের কারণ জানতে চাই না!


দূরত্ব বাড়িয়ে গুরুত্ব কমিয়ে দিই, কিন্তু গুরুত্ব বাড়িয়ে দূরত্ব কমানোর চেষ্টা করি না।


আমরা পরীক্ষার্থী বানানোর পেছনে দৌঁড়াচ্ছি, কিন্তু শিক্ষার্থী তৈরি করতে চেষ্টা করছি না!


অর্থ-বিত্তকে সামাজিক তথা প্রায় সব মূল্যায়নের মাপকাঠি, জ্ঞান বা ত্যাগ যেখানে নিস্প্রভ! 


অন্যান্য ক্ষেত্রে #শো_অফ করলেও বা লৌকিকতাকে বিবেচনা করলেও মূল বিষয়াবলি বিবেচনায় রাখতে সবার সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।

আরো দেখুন