এ, কে, এম, আই, খায়রুল আলম
সিনিয়র শিক্ষক
০৫ মার্চ, ২০১৬ ১২:০০ পূর্বাহ্ণ
সিনিয়র শিক্ষক
অষ্টম শ্রেণির বিজ্ঞান বিষয়ে দ্বাদশ অধ্যায়ের পাঠ: ১-২; “মহাকাশ ও মহাবিশ্ব” -এর উপর প্রেজেন্টেশনটি তৈরি করা হয়েছে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা, মহাকাশ কী তা বলতে পারবে। মহাবিশ্ব কী তা ব্যাখ্যা করতে পারবে। মহাবিশ্বের উৎপত্তি কীভাবে হলো তা উল্লেখ করতে পারবে। প্রেজেন্টেশনটির সাথে হাইড করা স্লাইডে এবং প্রতিটি স্লাইডের নোটে প্রেজেন্টেশনটি শ্রেণিকক্ষে ব্যবহারের কিছু প্রয়োজনীয় পরামর্শ দেয়া আছে। আশা করি ব্যবহারকারী শিক্ষকগণ দয়া করে তা দেখে নেবেন।