সিনিয়র শিক্ষক
২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ
কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ নবম
বিষয়ঃ বাংলা
অধ্যায়ঃ ষষ্ঠ অধ্যায়
কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি ভাষা আন্দোলন নিয়ে লিখিত প্রথম কবিতা। এই জন্য কবিতাটিকে একুশের প্রথম কবিতাও বলা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কবিতাটি রচনা করেন ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরী।