
ট্রেড ইন্সট্রাক্টর

০৯ মে, ২০২৪ ০৭:০০ অপরাহ্ণ
ট্রেড ইন্সট্রাক্টর
ধরনঃ কারিগরি শিক্ষা
শ্রেণিঃ নবম
বিষয়ঃ জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস ১
অধ্যায়ঃ চতুর্থ অধ্যায়
বিভিন্ন প্রকার খেইযুক্ত তারের পার্থক্য দেয়া হলো
১। এক খেই তারের চাইতে বহু খেই বিশিষ্ট তারের সুবিধা বেশি। ২। বহু খেই বিশিষ্ট তার নমনীয় হয়। সামান্য বাঁকালেও এর কোনো ইনসুলেশন নষ্ট হয় না। তা ছাড়া সহজে মাটিতে পাতানো যায় এবং তুলনামূলকভাবে এক হারা (খেই) তারের চাইতে বহু খেই বিশিষ্ট তার ব্যবহার করা সুবিধাজনক। ৩। বহু খেই বিশিষ্ট তারের সংযোগ খুব শক্ত ও দীর্ঘস্থায়ী হয়। ৪। এক খেই বিশিষ্ট তার ওভার হেড লাইনে কম্পনের ফলে ভেঙে যেতে পারে। কিন্তু বহু খেই বিশিষ্ট তার কখনও কম্পনের ফলে ভেঙে যায় না। ৫। বহু খেই বিশিষ্ট তারের ইনসুলেশন খুব মজবুত হয়। ৬। বহু খেই বিশিষ্ট তারের মধ্যে তৈল ভর্তি থাকে। যা ক্যাবলকে ঠান্ডা এবং ইনসুলেটেড করে রাখে।
বিভিন্ন প্রকার খেইযুক্ত তারের পার্থক্য দেয়া হলো :-
১। এক খেই তারের চাইতে বহু খেই বিশিষ্ট তারের সুবিধা বেশি।
২। বহু খেই বিশিষ্ট তার নমনীয় হয়। সামান্য বাঁকালেও এর কোনো ইনসুলেশন নষ্ট হয় না। তা ছাড়া সহজে মাটিতে পাতানো যায় এবং তুলনামূলকভাবে এক হারা (খেই) তারের চাইতে বহু খেই বিশিষ্ট তার ব্যবহার করা সুবিধাজনক।
৩। বহু খেই বিশিষ্ট তারের সংযোগ খুব শক্ত ও দীর্ঘস্থায়ী হয়।
৪। এক খেই বিশিষ্ট তার ওভার হেড লাইনে কম্পনের ফলে ভেঙে যেতে পারে। কিন্তু বহু খেই বিশিষ্ট তার কখনও কম্পনের ফলে ভেঙে যায় না।
৫। বহু খেই বিশিষ্ট তারের ইনসুলেশন খুব মজবুত হয়।
৬। বহু খেই বিশিষ্ট তারের মধ্যে তৈল ভর্তি থাকে। যা ক্যাবলকে ঠান্ডা এবং ইনসুলেটেড করে রাখে।