
প্রধান শিক্ষক
১০ মে, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ
প্রধান শিক্ষক
গল্পের নাম ঃ " খেলার ছলে শব্দ শিখে পড়তে পারি ভালো
শব্দভান্ডার বৃদ্ধি করে জ্বালবো জ্ঞানের আলো।"
উদ্ভাবকের নাম ঃ পপি মন্ডল ,প্রধান শিক্ষক
কবিরাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
নাজিরপুর, পিরোজপুর।
উদ্দেশ্যেঃ ১। শ্রেনিভিত্তিক শব্দভান্ডার বৃদ্ধি করা।
২। শিক্ষার্থীদের পড়ার দক্ষতাবৃদ্ধিসহ সাবলিল পাঠক তৈরি।
বাস্তবায়ন কৌশল ঃ ইংরেজী ও বাংলা বিষয়ের প্রতিটি পাঠের পূর্বেই নতুন পাঠ থেকে নতুন শব্দগুলোর তালিকা করে পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে হুইল এনিমেশন এর মাধ্যমে খেলা তৈরি করে শিক্ষার্থীদের দলে ভাগ করে বিজয়ী ঘোষনার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কৌতুহল তৈরি করে খেলার মাধ্যমে নতুন শব্দ শিখানো। আনন্দের মাধ্যমে শেখানো হলে শিখন স্থায়ী হয়। এবং শিক্ষার্থীরা সাবলিল ভাবে পড়তে পারবে।
ফলাফল : ১। পড়ার দক্ষতা বৃদ্ধিসহ সাবলিল পাঠক তৈরি।
২। সর্বোপরি শিক্ষার গুনগতমান বৃদ্ধি পাবে।
বাস্তবায়নকাল : পাঠের শুরুতেই সাড়া বছর ধরে চলমান থাকবে।