Loading..

উদ্ভাবনের গল্প

রিসেট

২৮ জুলাই, ২০২৪ ০৯:৩৪ অপরাহ্ণ

সাউন্ড প্রাকটিস করব মোরা ইংরেজী বর্ণমালার, সঠিক ভাবে বর্ণ ও শন্দ উচ্চারণ করার অংগীকার।

শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, পেড়াগজী রেটার স্যার ,আমার উদ্ভাবনী গল্প দেখার ও আপনাদের মূল্যবান মতামত প্রদান করার অনুরোধ রইল।

উদ্ভাবনের নাম : 

"সাউন্ড প্রাকটিস করব মোরা ইংরেজী বর্ণমালার

সঠিক ভাবে বর্ণ ও শব্দ উচ্চারণ করার অংগীকার।"

উদ্ভাবকের নাম :

পপি মন্ডল

প্রধান শিক্ষক

কবিরাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

নাজিরপুর, পিরোজপুর।

popi.pt72@gmail,com

লক্ষ্য : সহজভাবে শুদ্ধ উচ্চারণে ইংরেজী বিষয়ে পড়ার দক্ষতা অর্জনের মাধ্যমে ইংরেজী বিষয়ের প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাসী হওয়া ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা

   উদ্দেশ্য : ১।  আনন্দের মাধ্যমে ছবি ও সুর, ছন্দের মাধ্যমে ইংরেজী বর্ণমালার শুদ্ধ উচ্চারণ করা।

               ২।  বর্ণ উচ্চারণের পাশাপাশি, বর্ণ দিয়ে শব্দ বলতে পারা।

               ৩ । মজার ছলে ইংরেজী বর্ণমালার সাউন্ড শেখার  প্রতি আগ্রহী হবে।

বাস্তবায়ন করার প্রক্রিয়া :

1ম-৫ম শ্রণির শিক্ষার্থীদের ইংরেজী বর্ণমালার সঠিক উচ্চারণের সাথে পরিচিতির মাধ্যম হিসেবে বর্ণকাড সাজিয়ে শিক্ষক ক্লাসের পাঠদানের পাশাপাশি Alphabet and letters এর সঠিক উচ্চারণের পাশাপাশি প্রথমে সাউন্ড এর সাথে পরিচিত করার পরে লেটার ব্লেন্ড করে উচ্চারণের প্রাকটিস করানো। সাউন্ড আয়ত্ব করার পর সাউন্ড অনুযায়ী শব্দ উচ্চারণ করে পড়ার কৌশল আয়ত্ব করার পর বাক্য পড়ার কৌশল আয়ত্ব করতে পারবে।

বাস্তবায়নে বাধাসমূহ:

 ১। বাড়িতে গিয়ে অনুশীলন করার সূযোগ নেই বা অনুশীলন করে না।

 ২। প্রাকৃতিক দূযোর্গ বা দূরত্বের কারনে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না ।

 ৩। অভিভাবকের অসেচতনতা।

সুবিধা সমূহ :

   ১। শিশুদের ইংরেজী পড়ার প্রতি আগ্রহী করে তোলা।

   ২। শুদ্ধ উচ্চারণের ইংরেজী পড়তে ও বলতে পারা ।


      

মন্তব্য করুন