প্রধান শিক্ষক
০৬ ডিসেম্বর, ২০২৪ ০৭:১৩ অপরাহ্ণ
ব্যাঙের সাজা , পাঠ - ২
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ তৃতীয়
অধ্যায়ঃ অধ্যায় ৮
শিখনফলঃ
এই পাঠ শেষে শিক্ষার্থীরা-
১।গল্প ও রূপকথার গল্প শুনে ধারাবাহিকতা রক্ষা করে গল্পের ঘটনা বলতে পারবে।
২।বর্ণনামূলক রচনা পড়ে/শুনে বিষয়বস্তু বলতে পারবে।
৩।স্পষ্ট উচ্চারণে ছড়া,কবিতা,গল্প ও রূপকথার বিষয়বস্তু বলতে পারবে।
৪।পাঠের অন্তর্ভূক্ত রূপকথা,গল্প ও কবিতার বিষয় বুঝে নিজের মতো করে লিখতে পারবে।
৪। রূপকথা,গল্প ও কবিতা সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখতে পারবে।