
প্রভাষক

১৮ মে, ২০২৫ ০১:১৯ অপরাহ্ণ
প্রভাষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ দশম
বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়ঃ অধ্যায় ২
হ্যাকিং হলো একটি প্রক্রিয়া, যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কম্পিউটার, নেটওয়ার্ক, বা সিস্টেমে অননুমোদিত প্রবেশ করে এবং তথ্য চুরি, পরিবর্তন, বা ক্ষতি করার চেষ্টা করে।হ্যাকার হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিক খুঁজে বের করায় বিশেষভাবে দক্ষ অথবা অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম
হ্যাকিং-এর প্রকারভেদ:
১. হোয়াইট হ্যাট হ্যাকার: এথিক্যাল হ্যাকিং হলো বৈধ ও অনুমোদিত হ্যাকিং, যা সিস্টেম এবং নেটওয়ার্কের নিরাপত্তা পরীক্ষা করার জন্য করা হয়। এই ধরনের হ্যাকারদের হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়। তারা নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ করে এবং সিস্টেমের দুর্বলতা সনাক্ত করে তা ঠিক করে।
২. কালো হ্যাট হ্যাকিং :কালো হ্যাট হ্যাকার হলো অবৈধ হ্যাকার, যারা সিস্টেমে প্রবেশ করে তথ্য চুরি, সিস্টেম ক্ষতি, বা অর্থনৈতিক ক্ষতির উদ্দেশ্যে কাজ করে। তারা অপরাধী হিসেবে কাজ করে এবং তাদের কাজ সাইবার অপরাধের আওতায় পড়ে।
৩. ধূসর হ্যাট হ্যাকিং :ধূসর হ্যাট হ্যাকাররা কখনও কখনও এথিক্যাল হ্যাকিং করে, আবার কখনও অবৈধ হ্যাকিংয়ে লিপ্ত হয়। তারা সাধারণত সিস্টেমের দুর্বলতা সনাক্ত করে, তবে মালিকের অনুমতি ছাড়াই তা করে এবং কখনও কখনও অর্থ দাবি করে।