Loading..

প্রকাশনা

০১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০০ পূর্বাহ্ণ

'ভূতের সাথে বসবাস'
শৈশব ও কৈশোরে আমি যে বাড়িটাতে থাকতাম, সেটাকে সবাই বলত ‘ভূতুড়ে বাড়ি।’ আলীশান সব বর্ষীয়ান গাছ-গাছালিতে পরিপূর্ণ ছিল বাড়িটি। হাজার রকমের গাছ-গাছালির ভিড়ে বাড়িটিকে মনে হত একটা জঙ্গলপুরী। আর অদ্ভুতুড়ে সব কাণ্ডকারখানা ঘটত এই বাড়িটিতে। পাতার ঘন আচ্ছাদন ভেদ করে সূর্যের আলো ঠিকঠাক পৌঁছুতে পারত না বাড়িটির সব অংশে। তাই দিনের বেলায়ও কেমন গা ছমছম করা অন্ধকার বিরাজ করত বাড়িটিতে। পুকুর ছিল বাড়ির একেবারে শেষ মাথায়। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলায়ও কেউ একা একা ঐ পুকুরে যাওয়ার সাহস করত না। আমাদের একটা দৃঢ় ধারণা ছিল, কেউ একা গেলেই পুকুর ত্থেকে ভয়ঙ্কর কিছু একটা উঠে এসে কপ করে গিলে খেয়ে নেবে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোন আত্মীয়-স্বজন সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসতেন না। আর এই বাড়িরই কিছু ব্যাখ্যাতীত পিলে চমকানো ঘটনা নিয়ে আমার আজকের এই লেখা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি