Loading..

ম্যাগাজিন

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০০ পূর্বাহ্ণ

'অামরা সন্তানদের কিন্ডার গার্টেনে শুধু কি ভর্তিই করাচ্ছি নাকি দৈহিক ও মানসিক শাস্তি দিচ্ছি !!!''


প্রতিটি পিতামাতাই চায় তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে এবং ভালমানের বিদ্যালয়ে পড়াতে ।আর সে স্বপ্নটা শুরু করতে হয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার মাধ্যমে। কিন্তু তা সকল শিশুদের বেলায় জুড়ে না পারিপার্শ্বিক অবস্থার কারনে । তার মানে পিতামাতা যে এলাকায় সন্তানাদি নিয়ে বাস করে সে এলাকায় যদি কোন ভালমানের সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকে তাহলে তা অনেকটাই অসম্ভব হয়ে যায় । তাছাড়া আমাদের দেশে গ্রাম অঞ্চলে ভাল মানের প্রাথমিক বিদ্যালয় থাকাটা আকাশ কুসুম চিন্তা করার মতোই।বাংলাদেশে প্রায় প্রতি গ্রামেই একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও বেশিরভাগ বিদ্যালয়ই ভাল মানের না হওয়ায় এবং বাড়ির কাছাকাছি কোন সরকারি বিদ্যালয় না থাকায় বাধ্য হয়েই অভিভবকেরা কিন্ডার গার্টেনে শিশুদেরকে ভর্তি করাতে হয় ।অনেক অভিভাবকদেরই ধারনা কিন্ডার গার্টেনে তাদের শিশুদেরকে বাড়তি যত্ন নিয়েই পড়াবে। কিন্তু যখনই বিদ্যালয়ে ভর্তি করানো হয় শিক্ষার্থীদের হাতে দেয়া হয় একগাদা বইয়ের তালিকা ।একটি শিশুকে যখন প্রথম শ্রেণিতে ভর্তি করানো হয় তখন প্রাথমিক বিদ্যালয়ে বাংলা, ইংরেজি ও গনিত সহজে শিশুদের বোধগম্য তিনটি বই সরকার কর্তৃক দেয়া হয় যা শিশুরা হাসতে হাসতে ও খেলার ছলেই পাঠ শিখে । কিন্তু কেজি স্কুলগুলোতে দেয়া হয় আরো বাড়তি কমপক্ষে পাচটি বই যা খুবই নিম্ন মানের। এসকল বই আবার স্কুলে ঘোষিত একটি লাইব্রেরি ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না । আমার প্রশ্ন একটি ৫-৬ বছরের শিশু কি ৩+৫=৮টি বই পড়ার পড়তে পারে নাকি সেটি তাদের মাথায় বোঝা হিসেবে চাপিয়ে দেয়া হয়? একটি কেজি স্কুলের প্রথম শ্রেণির গনিত সিলেবাসে দেখলাম শিশুদেরকে মুখস্থ হয় মেট্রিকপদ্ধতির, ব্রিটিশ পদ্ধতির ও দেশিয় পদ্ধতির সকল সূত্র ও ২০ পর্যন্ত গুণের নামতা৷ যোগ,বিয়োগ, গুণ,ভাগ অংক তো অাছেই৷ ইংরেজি সিলেবাসে অাছে Opposite Words, Translations, Answering Questions,Hundred of word meaning, Poetry ইত্যাদি সম্বলিত হাতের লেখা কালার কাগজে ফটোকপি করা সীট; মানে হ্যান্ড নোট। সকল পড়াশোনা অাবার কোকিলের মতো মুখস্থ করানো হয় এবং পরীক্ষায় কারো কারো ৯৮-১০০% নম্বরও নিশ্চিত করা হয় ৷মোদ্দাকথা শিশুদেরকে পাঁচ বছরেই একজন ভারবাহি  লেবার বানিয়ে দেয়া হয় ও ব্রেইনে মারাত্মক লোড দেয়া হয় ৷ শিশুরা পড়ার চাপে অনেক সময় খাওয়া দাওয়ায় ও অনিহা দেখায় ৷ এত পড়া কেন? জীবনেরণজন্য পড়া নাকি পড়ার জন্য জীবন? জাপানের শিশুরা ১০ বছরের পূর্বে কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় না৷ অার অামাদের দেশের শিশুরা সাপ্তাহিক, মাসিক ,পার্বিক, সাময়ীক পরীক্ষা দিতে দিতে সারা বছরের পরীক্ষার্থী হয়ে যায় ৷ যদিও প্রাথমিক শিক্ষায় কিন্ডার গার্টেণগুলো বাংলাদেশে বিশেষ ভূমিকা পালন করছে।এত ছোট শিশুদের বইয়ের ব্যাগের বোঝা দেখলে যে কেউই তার কাছ থেকে বোঝাটি নিজে তুলে গন্তব্যস্থলে পৌছে দিতে চাইবেন।ফ্রয়বেল হার্বাট ৪-৬ বছরের শিশুদেরকে কিন্ডার গার্টেনে হাসি,গান ও খেলার ছলেই পড়াতে মত দিয়েছিলেন।তাঁর পরিকল্পিত সে শিশুদের হাসি ও খেলা এখন শিশুদের বইয়ের ব্যাগের ভিতরেই লুকিয়ে রাখা হচ্ছে যা যতো দিন কেজি স্কুল থেকে না বের হয় ততো দিন তাদের স্বাধীনতা ও হাসি ও ব্যাগ থেকে বের হয় না। যা হোক, ফ্রয়বেল হার্বাট কিন্ডার গার্টেন পদ্ধতির উদ্দেশ্যে ছিল, A kinder garter school or class for the children, usually four to six years old, that prepares them for first grade and that develops basic skills and social behaviour by games, exercises, music, simple handicrafts, etc. আর সেটি আমাদের দেশে বই ব্যবসায় পরিনত হয়েছে।ফ্রয়বেল হার্বাটের কিন্ডার গার্টেনের পড়ার বয়স 4-6 বছর ৷ অার আমাদের দেশে তার সাথে দশ যোগ করে কিছু কেজি স্কুলের শিক্ষার্থীদের বয়স14-16 বছরে উন্নতি হয়েছে।তার মানে কতক কেজি স্কুল নাম পরির্তন হয়ে ও দুই ধাপ এগিয়ে ইন্টারন্যাশনাল স্কুলে পরিনত হয়েছে ।কারন ঐ সকল বিদ্যালয়গুলোতে শুধু শিশুদেরেকে ভর্তি করানো হয় না; অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্তও ভর্তি করানো হয় ৷তাই আমার মনে হয় অষ্টম কিংবা দশম শ্রেণি পর্যন্ত ভর্তি করানোর ব্যাপারটা জায়েজ করতে ও বিদ্যালয়ের নাম ও দাম বাড়াতেই কিন্ডার গার্টেন নামটি ইন্টারন্যাশনাল স্কুলে পরিনত হয়েছে।একটি বাস্তবি চিত্র তুলে ধরি, আপনি কোন শিশুকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে নাকি কোন কেজি স্কুলে পড়ে তা জানার জন্যে ঐ শিশুকে কোন প্রশ্ন করার দরকার নাই। শিশুটির গায়ের জামাটি খুলে তার কাঁধটিতে দেখলেই বলতে পাবেন সে কোন বিদ্যালয়ে পড়ে৷ যদি দেখেন শিশুর কাঁধে কোন ব্যাগের বোঝার দাগ আছে তাহলে ধরে নিবেন সে কোন না কোন কিন্ডার গার্টেনে পড়ে।একটি ভাল মানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে কি একটি ভাল মানের কিন্ডার গার্টেনের শিক্ষার্থী  অধিক যোগ্যতা সম্পন্ন হয়? আমার বার বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় দেখি নাই। এমনকি একজন প্রাথমিক বিদ্যালয় থেকে ও অন্যজন কিন্ডার গার্টেন থেকে মেধাবী শিক্ষার্থী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীটির মেধা দিনদিন বিকাশিত হয় অন্য দিকে কিন্ডার গার্ডেন থেকে যাওয়া শিক্ষার্থীটি প্রায়ই ক্রমশ দূর্বল হতে থাকে। তার একটিই কারন কেজি স্কুলে বেশি পড়ার চাপ দিয়ে মুখস্ত বেশিবেশি করার কারনে সে শিক্ষার্থীটির আনন্দ হাসি লুটিয়ে ও অভিভাবকের কাছ থেকে বকাঝকা খেয়ে সে প্রাথমিক শিক্ষায় এ কচি বয়সেই মন মরা হয়ে থাকে ।কারিকুলাম প্রণেতারা শিশুদের বয়সের দিক বিবেচনা করেই তাদের জন্য বই রচনা করে থাকেন এবং বইয়ের পরিমাণও বয়স অনুপাতে নির্ধারণ করে থাকেন ।তাহলে কিন্ডার গার্টেণের কর্তৃপক্ষ তা বুঝছেন না কেন? নাকি তাদের বইয়ের ব্যবসা ও পার্সেন্টেজের লোভটা সামলাতে পারছেন না? সরকার কিন্ডার গার্টেনের এসবের লাঘাম ধরে টানার জন্য সারা দেশে ২৫৯টি টাস্কফোর্স গঠন করেছে। এটি আমি সাধুবাদ জানাই ।শিশুদেরকে বাড়তি চাপ থেকে মুক্তি দিতে ও তাদের হাসি ফিরিয়ে দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় কিন্ডার গার্টের পাঠ্যসূটি অভিন্ন করার প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের স্বদিচ্ছা কামনা করছি।
মোঃ মহসিন মিয়া
সহকারি শিক্ষক, ইংরেজি
বড় গোবিন্দপুর অালী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়
চান্দিনা,কুমিল্লা৷

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি