Loading..

ম্যাগাজিন

০৫ অক্টোবর, ২০১৬ ১২:০০ পূর্বাহ্ণ

‘ছাত্র জীবনে কেন কেউ সন্তুষ্টের সহিত বলছে না;অামি ভবিষ্যতে শিক্ষক হতে চাই?”

পড়াশোনা শেষ করে একটি চাকরির সন্ধান করা, এ যেন অামাদের দেশের একটি চিররাচরিত নিয়ম ৷ পড়াশোনা শেষে চাকরি খোঁজ বের হয় নাই এরকম শিক্ষিত লোক অামাদের দেশে পাওয়া যাবে না বললেই চলে ৷ অামরা যদি কাউকে প্রশ্ন করি, ”তুমি কেন পড়া শোনা করছ?” বিভিন্ন ধরনের বিভিন্ন সুরে উত্তর পাওয়া যাবে, ”অামি শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে চাই ও নিজেররপায়ে দাঁড়াতে চাই, কেউ বলবে দেশ ও দেশের মানুষের সেবা করতে চাই ৷” কিন্তু মনের ভিতরে একটি ভাবনা লুকিয়ই থাকে যে, ভবিষ্যতে একটি ভাল চাকরি পেতে চায় ৷ এবার কথা হচ্ছে সেটি কী চাকরি ? নিশ্চয় ভাল চাকরি ৷ ভালোর তো কোন শেষ নাই ৷ যে যতো পায় অারো ততো চায় ৷ তবে সমাজে যেটির সম্মান বেশি ও কদর বেশ সেটিকে সবচেয়ে ভালো বললে তো ভুল হওয়ার কথা না ৷ অামরা পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকালে দেখব যে শিক্ষকতা হচ্ছে দেশের প্রথম সারির ভালো চাকরি বা পেশার মধ্যে একটি ৷ বাংলাদেশে শিক্ষকতাকে কেউ ভাল চাকরি বা পেশা  হিসেবে বিবেচনা করছে? অামরা যারা শিক্ষক শ্রেণি কক্ষে Your Aim In Life পড়াতে গিয়ে যদি শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করি What is your future  plan of life? মেধাবীদের তো সবারই পছন্দ ডাক্তার,ইঞ্জিনিয়র, সাংবাদিক, বড় সেনা অফিসার, পুলিশ অফিসার, অাইনজীবী, ব্যাংকার কিংবা ভালো কোনো কোম্পানির চাকরি ৷ ”অামি ভবিষ্যতে শিক্ষক হতে চাই,” এ কথাটি অামার এগারো বছরের শিক্ষকতার অভিজ্ঞায়  কোন দিন কোন ছাত্রের মুখ থেকে শুনি  নাই ৷ তবে দু’একটি মেয়ে ভবিষ্যতে শিক্ষক হওয়ার কথা বলে ৷ তা-অাবার যাহারা মেধায় দূর্বল ৷ তাছাড়াও পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরে যদি কোন মিডিয়াতে মেধাবীর সাক্ষাৎ নেয়া হয় কখনোও কি সাক্ষাৎ প্রদানকারী কোনদিন বলেছে যে, সে ভবিষ্যতে শিক্ষক হতে চায়? এর কারন কী? কেন কেউ শিক্ষকতার মতো মহান পেশাটা গ্রহণ করতে চায় না? বিশ্বের কজোথাও কি এ রকম উদাহরণ দেখা যায়? এর কারন সবারই জানে ৷ এখন প্রযুক্তির যুগ ৷ শিক্ষার্থীরা নেট ব্যবহার করে ও  দেশ বিদেশের বহু তথ্যই জানে ৷ বাংলাদেশের কোন চাকরিজীবী কত টাকা বেতন পান তারা এটাও জানে ৷ অামরা ছাত্র জীবনে এমপিওভুক্তি কী? তা মোটেও জানতাম না ৷ এখন শিক্ষার্থীরা নতুন শিক্ষক অাসলেই তিনি এমপিও ভুক্ত কি না জিজ্ঞাসাও করেন ৷ ছাত্র  ছাত্রীরা ভালোভাবেই জানে যে, বাংলাদেরশের প্রায় সকল স্কুল কলেজই বেসরকারি এবং শিক্ষকদেরকে যে সরকার ভালোভাবে মূল্যায়ণ করে না; তা ছাত্ররা জানে বলেই কেউ ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্নতো দেখেই না বরং মুখ দিয়ে উচ্চারণও করে না৷ যদি অতি মেধাবীরা শিক্ষক হতে না চায় তাহলে অতি মেধাবী তৈরি করবে কে? গ্রামের মুরব্বিদের মুখে মাঝে মাঝে বলতে শোনা যায় বাঘের ঘরে বাঘই জন্মায় ৷মেধাবীরা যে একেবারে শিক্ষকতায় অাসছে না তা না ৷ অনেক মেধাবীরাও এ পেশায় অাসছে তবে স্বেচ্ছায় না; হয়ত স্বপ্নের চাকরির বাজারে যুদ্ধে হেরে গিয়ে অথবা সে যুদ্ধে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে না পেরে ৷ অামাদের সমাজে একজন এমবিএ পাশ করে কোন ব্যাংক বা কোন কোম্পানি অথবা কোন বায়িং হাউজে চাকরি করুয়া একজন ব্যক্তি অন্যদিকে এম.এ, বি.এড পাশ করে মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ঈদে বাড়ি অাসলে দুইজন ব্যক্তির ও তাদের সন্তানদের পোশাক-অাশাক, চালচলন, সমাজে বিচরণ ও ঘর বাড়ির অবস্থান দেখে যে কোন ছাত্র বুঝতে পারে কার মাসিক অায় কত এবং কে কার সংসার কিভাবে চালাচ্ছে ? এ দেখেও শিক্ষার্থীরা শিক্ষকতা পেশার কথা ভাবে না বলেই ধরে নিতে পারি ৷ অামি একদিন গ্রামের কিছু যুবক ছেলেদেরকে বিজয় দিবস পালনের জন্য গন্যমান্য ব্যক্তিদের কাছ থেকে চাঁদা তোলার প্লান করতে দেখেছিলাম ৷ চাঁদা গ্রহণের উদ্দেশ্যে কয়েক ব্যক্তির নামের তালিকায় একজন শিক্ষকের নামও ছিল ৷ হঠাৎ তাদের একজন বলল, ” মাষ্টরের নাম বাদ দে,সে কিপ্টা(কৃপন), সে কইত থাইক্কা ট্যাহা দিব ৷” অামাদেরকে সমাজে এভাবেই মুল্যায়ণ করা হয় ! হয়ত কেহ বলতে পারেন টাকা দিয়ে সব কিছু মূল্যায়ণ করা হয় না ৷ তাহলে অাপনার বাড়ির কাছের ডিগ্রি পাশ করা একজন সরকারি চাকরিজীবী এবং অাপনার অবস্থা দেখুন, সমাজ কাকে কিভাবে মূল্যায়ন করছে ৷
পরিশেষে, একজন মনীষীর বাণী মনে পড়ে গেল, ”যে দেশে গুণীর সমাদর নেই সে দেশে গুণী জন্মায় না”৷ এবং সরকারের কাছে অাহবান করছি যে , শিক্ষকতা পেশাকে এমন ভাবে মূল্যায়ণ করুন যাতে দেশের সেরা ফলাফল অর্জনকারি হাসি মুখে বলে ”অামি ভবিষ্যতে শিক্ষক হতে চাই ৷” তাহলে শিক্ষার মান উন্নয়ণ বিষয়ক অার টক শোর অায়োজন করতে হবে না ৷ এমনিতেই শিক্ষা ও শিক্ষার অবস্থান সর্বোচ্চ পর্যায়ে পৌছে যাবে ৷
মোঃ মহসিন মিয়া
সহকারি শিক্ষক,ইংরেজি
বড় গোবিন্দপুর এএমবি উচ্চ বিদ্যালয়
চান্দিনা,কুমিল্লা ৷

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি