Loading..

প্রকাশনা

০৭ মে, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

এ সুযোগ হয়তো আর ......
কর্মক্ষম মুক্তিযোদ্ধার চাকরি ২ বছর বৃদ্ধির কাছে আজীবন করলে জাতি আরও গর্বিত হয় মনে করি। আর এ সুযোগ হয়তো আর কিছুদিন পরে পাব না, কারণ এই শ্রেষ্ঠ সন্তানরা আর চাইবে না দেশের কাছে কিছু, জাতি তাঁদের দিতে চাইলেও আর দিতে পারবে না………। দেশ, জাতি, সরকার মুক্তিযোদ্ধার সন্তান- নাতিনাতনিদের চাকুরি কোটায় ও সরকারি ভাতায় অন্তর্ভূক্ত করায় আমরা অবশ্যই গর্বিত। আর এগুলোতে তাঁদের বংশধরদের কথা অবশ্যই ভাবা হয়েছে। এই দুর্মূল্যের বাজারে মুক্তিযোদ্ধা সম্মানী (ভাতা) মাত্র ৩০০০ টাকা যা বৃদ্ধি করা অবশ্যই জরুরি! মুক্তিযোদ্ধার সন্তান- নাতিনাতনিদের কথা আরও ভাবার হয়তো সুযোগ পাব। সবার মতামত চাই ও সরকারের কাছে সবাই মিলে আবেদন করি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি