Loading..

প্রকাশনা

১০ মে, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

গ্রীষ্ম কালীন ছুটি প্রসঙ্গে
মহোদয়ের সূ-দৃষ্টি আর্কষণ করিছ.... গত বছর গ্রীষ্র কালীন ছুিট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুরু আগামী 19 মে তারিখ থেকে হাইস্কুলের ছুটি শুরু আগামী 13 মে তারিখ থেকে আর কলেজের ছুটি শুরু 06 জুন থেকে এ ক্ষেত্রে দেখা যায় ছুটি আগে পরে হওয়ার কারণে চাকুরীজিবী (শিক্ষকতা পেশা) স্বামী স্ত্রী, বাবা - মার সাথে প্রাইমারী, হাইস্কুল, কলেজ পড়ূয়া সন্তানের ছুটির মিল না হওয়ায় বছরের এই কাঙ্খিত ছুটি নিয়ে বিপাকে পরতে হয়, এক সঙ্গে পরিবার সহ বেড়ানোর বা অবকাশের ক্ষেত্রে ॥ তাই কোমলমতি শিক্ষার্থীদের মানষিক বিকাশের জন্য বাৎসরিক ছুটি গুলো এক সঙ্গে হওয়া জরুরী। এ বছর সমন্বয় কের এ ছুিট ে। এই জন্য সরকারের বারতি কোন অর্থেরও প্রয়োজন হবে না শুধূ প্রয়োজন শিক্ষা মন্ত্রনালয়ে উপস্থাপন ও সদিচ্ছা। (দয়া করে শেয়ার করুন)

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি