Loading..

প্রকাশনা

২৫ জুলাই, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

শিশুতোষ গল্প- "রাজা যায় রাজা আসে"
মাছুমা আকতার,সহকারী শিক্ষক,ওছখালী আলীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাতিয়া-নোয়াখালী। -মা-বাবা হারানো এক ভাগ্য বিড়ম্বিত ছেলে রাজা। সবার ভালোবাসায়,স্নেহের ছায়ায়, নিজ গাঁয়ের শীতল হাওয়ায় 'ও' বেড়ে উঠেছে নির্ভার স্বাধীন সত্ত্বায়। রাজা যখন পঞ্চম শ্রেণির ছাত্র তখন শুরু হয় মুক্তিযুদ্ধ। দেশের প্রতি এক গভীর, নিখাদ ভালোবাসা ওকে টেনে নেয় মুক্তিযুদ্ধে। এ যুদ্ধে রাজা তার দুঃসাহসিকতা আর উপস্থিত বুদ্ধি দিয়ে ফিরিয়ে আনে তার অতি প্রিয় জাহিদ ভাইকে। কিন্তু যুদ্ধজয়ী রাজা কোন রথে চড়ে আসে এ স্বাধীন দেশের মাটিতে? -গল্পটি পড়ে সবাইকে মতামত ও রেটিং প্রদানের অনুরোধ করছি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি