Loading..

খবর-দার

২২ নভেম্বর, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

★আমরা শিক্ষক★
★আমরা শিক্ষক★ সরকারি-বেসরকারি হিসেব মতে দেশে শিক্ষকের সংখ্যা প্রায় ৯ লাখ, আরো প্রায় ১ লাখ শিক্ষক রয়েছেন এমপিও বিহীন, তারাও প্রতীক্ষায় আছেন। সব মিলিয়ে শিক্ষকের সংখ্যা প্রায় দশ লাখ। সরকারী সুযোগ সুবিধা ভোগী পেশা জীবিদের মধ্যে শিক্ষক সমাজই সংখ্যাগরিষ্ঠ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রূপকল্প ভিশন -2021 বাস্তবায়নে নয় লাখ শিক্ষককে শিক্ষক বাতায়নে (www.teachers.gov.bd) অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুত রয়েছে। কিন্তু ২২/১১/২০১৮ ইং তারিখ পর্যন্ত শিক্ষক বাতায়নের সদস্য রয়েছেন ৩,৪২,২১৬ জন। সুতরাং বলা যায় শিক্ষকদের বৃহৎ অংশ এখনো বাতায়নের বাইরে রয়েছেন। কেন জানি মনে হচ্ছে এ অন্তর্ভুক্তি দীর্ঘায়ত হচ্ছে। এভাবে কচ্ছপ গতিতে চলতে থাকলে 2021 সাল চলে যাবে কিন্তু বাতায়নের সদস্যকরণ অপূর্ণ রয়ে যাবে। আমি একথা বলিনি যে যারা আইকন শিক্ষক (আইসিটি দক্ষ) রয়েছেন তারা গাফলতি করছেন। বরং তাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতেই এক তৃতীয়াংশ শিক্ষক ইতোমধ্যে বাতায়ন সদস্যভুক্ত হয়েছেন এবং প্রতিনিয়ত সদস্য করেই যাচ্ছেন। এটা রাতারাতি সম্ভব ও নয়। এখনো অনেক শিক্ষক রয়েছেন,তারা শুধু কোন না কোন প্রশিক্ষণে "শিক্ষক বাতায়ন" শব্দটি শুনেছেন।কিন্তু এটা কি, এর কাজ কি এখনো জানেন না। অথচ শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, কিশোর বাতায়ন, এমএমসি প্রভৃতি একজন শিক্ষকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজন শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়নে এগুলোর বিকল্প নেই। দেশে স্মার্টফোন ব্যবহারকারী শিক্ষকের সংখ্যা শতকরা ৯৮%। অথচ স্মার্টফোনের মাধ্যমেই শিক্ষকদের দক্ষতার সূতিকাগার শিক্ষক বাতায়ন,মুক্তপাঠ, কিশোর বাতায়ন, এমএমসি এর সহজ ব্যবহার করা যায়। তারপর ও কেন শিক্ষক সমাজ পিছিয়ে থাকবে? আমরা যে সকল "বাতায়ন সেরা ও ICT4E জেলা অ্যাম্বাসেডর" রয়েছি তারা কিন্তু প্রত্যকেই অবগত রয়েছি যে নিজেদের এলাকায় কে ভাল, কে দক্ষ। যদি উদার মনোভাব নিয়ে আমরা তাদের বের করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু কাজটা আরো অনেক সহজ হয়ে যায়। তথ্য প্রযুক্তিতে যে সকল আইকন শিক্ষক (আইসিটি দক্ষ) রয়েছেন তাঁরা যদি ঐ সকল স্মার্টফোন ব্যবহারে দক্ষ শিক্ষকদের কাজটা হাতে কলমে বুঝিয়ে দেন তবেই ৭০% সমাধান হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তাই আসুন শিক্ষকতা শব্দটির সঠিক প্রতিফলন ঘটিয়ে আমাদের সেরাটা দিয়ে আইসিটির বাস্তব রূপের বিকশিত করে বাংলাদেশের শিক্ষার ডিজিটালাইজেশন ত্বরান্বিত করি। আইকন শিক্ষদের প্রতি সরকারে যথাযথ মূল্যায়ন ও এক্ষেত্রে কাম্য। ধন্যবাদান্তে- মোঃ হাবিবুল্লাহ সহকারি শিক্ষক (গণিত) বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয় দুর্গাপুর, নেত্রকোণা। Email: [email protected]