Loading..

খবর-দার

১৫ মার্চ, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

আইসিটি বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা।

শ্রেণি কক্ষে পাঠদান অধিকতর কার্যকর,mmc অ্যাপস,শিক্ষক বাতায়ন,কিশোর বাতায়ন ও মুক্তপাঠ এর ব্যবহার বৃদ্ধির লক্ষে সিলেটের রশিদিয়া দাখিল মাদরাসা ২দিন ব্যাপী আইসিটি বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করাহয়। এতে সভাপত্বি করেন অত্র মাদরাসার সুপার ও ICT4E জেলা অ্যাম্বসেডর মুহাম্মদ মুয়ীনুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ গোলাম রব্বানী মজুমদার।প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন জনাব তোফায়েল আহমেদ চৌধুরী সহকারী প্রগ্রামার,জেলা শিক্ষা অফিস সিলেট।

কর্মশালায় প্রধান অতিথি  বলেন -শিক্ষক ও শিক্ষার মানবৃদ্ধির জন্য সরকার অনেক কিছু করেছেন,তাই আপনারা ছাত্রদের দক্ষ নাগরিক গড়ার লক্ষে কাজ করবেন।  তুপায়েল আহমেদ সাহেব শিক্ষকদের হাতে-কলমে প্রশিক্ষণদেন।