এ,কে,এম,আই,খায়রুল আলম; সিনিয়র সহকারি শিক্ষক, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকা।
প্রাচীন বাংলার স্থাপত্যশিল্পের অন্যতম উদাহরণ হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ “ছোট সোনা মসজিদ”। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকন্ঠে ফিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিলো, যা বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলা-উদ-দীন শাহ এর শাসনামলে (১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ) ওয়ালী মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়। তবে লিপির তারিখের অংশটুকু ভেঙ্গে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। এটি কোতোয়ালী দরজা থেকে মাত্র ৩ কি.মি. দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন-শাহ স্থাপত্য রীতিতে তৈরী।
এই প্রকাশনা থেকে শিক্ষার্থীরা বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রাচীন বাংলার স্থাপত্যশিল্প সম্পর্কে বলতে পারবে।