Loading..

খবর-দার

২৫ আগস্ট, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

শিখবো-শিখাবো, একসাথে এগিয়ে যাবো

ইন হাউজ প্রশিক্ষণ
***------***------***
"শিখবো-শিখাবো, একসাথে এগিয়ে যাবো" এই শ্লোগানকে সামনে রেখে আজ ২৫ আগস্ট ২০১৯ খ্রিঃ  বিকাল ৩টায় বাংগুরী উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লায় অনুষ্ঠিত হলো আইসিটি বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণ।
এতে প্রথম সেশনে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের "কিশোর বাতায়ন" পোর্টালে নিবন্ধন ও কার্যক্রম শেখানো শেষে সক্রিয় অংশগ্রহনকারিদের পুরষ্কৃত করা হয় ।
দিতীয় সেশনে শিক্ষকদের শিখন-শেখানো কার্যক্রমে আইসিটি'র ব্যবহারে অধিকতর দক্ষ করে তুলতে ডিজিটাল কন্টেন্ট তৈরির মুলনীতি, শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড/ডাউনলোড ও মুক্তপাঠ কোর্সের উপর আলোকপাত করা হয় ।
প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক জনাব আতিকুর রহমান, জালাল উদ্দিন, শামসুল হক ও হাবিবুর রহমান আখন্দ।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সেলিম ।
উদ্যোগে - "প্রয়োজনের স্কুল" ( একটি আইসিটি প্রশিক্ষণ বিষয়ক সেচ্ছাসেবী সংগঠন ), দেবিদ্বার, কুমিল্লা।