Loading..

ভিডিও ক্লাস

০৮ অক্টোবর, ২০১৯ ০৯:৩০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি

শিক্ষা নিয়ে গড়ব দেশ

শেখ হাসিনার বাংলাদেশ

 
প্রতিবেদন

Text Box: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তি যুদ্ধ কে জানি জানি”

 

 


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়, বাংলাদেশ, ঢাকা।

পরিপত্র: স্মারক নং ৩৭.০২.০০০০.১০৮.০৩২.০৭.২০১৯ তারিখ: ১৮/০৭/২০১৯

 

সাক্ষাতকার তারিখ: ১৪/০৯/২০১৯ থেকে ১৭/০৯/২০১৯

 

যে সকল সন্মানিত ব্যাক্তির সাক্ষাত গ্রহন করেন তাদের নাম:

১। মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার

   বীর মুক্তি যোদ্ধা জনাব মো: আলম জাকারিয়া টিপু , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার

   ভেড়ামারা, কুষ্টিয়া

২। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারীর সাক্ষাৎকার

   জনাব আহত যোদ্ধা- মোহা: আমীর খসরু, ব্যাংক কর্মকর্তা , চন্ডিপুর, ভেড়ামারা, কুস্টিয়া

৩।শহীদ অথবা প্রয়াত মুক্তিযোদ্ধার নিকটজনের সাক্ষাৎকারঃ

   জনাব মো: হাবিবুর রহমান, (প্রাক্তন প্রধান শিক্ষক), চন্ডিপুর, ভেড়ামারা, কুষ্টিয়া।

   তার পরিবারের ১৪জন শহীদ হন।

 

তাহের মাধ্যমিক বিদ্যালয়, ভেড়ামারা, কুষ্টিয়ার ৭ম শ্রেণীর শিক্ষার্থীগন ৫টি দলে বিভক্ত হয়ে ১৪/০৯/২০১৯ তারিখ হতে ১৭/০৯/২০১৭ তারিখ পর্যন্ত শিকক্ষার্থীরা মোহাম্মদ রফিকুল ইসলাম, উম্মে ফাতেমা আখতার, মো: জুবের আলম স্যারের নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা,মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারী, ৩।শহীদ অথবা প্রয়াত মুক্তিযোদ্ধার নিকটজনের উপরোক্ত ব্যাক্তিদের সাক্ষাৎকার গ্রহন করেন ।

গত ১৪/০৯/২০১৯ তারিখে জনাব মো: জুবের আলম স্যারের নেতৃত্বে ৭ম শ্রেণীর ১০জনের একটি দল    বীর মুক্তি যোদ্ধা জনাব মো: আলম জাকারিয়া টিপু , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ভেড়ামারা, কুষ্টিয়ার নির্ধারিত প্রশ্রের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহন করেন এবং জনাব উম্মে ফাতেমা আখতার, মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে অন্য দলগুলি যথাক্রমে জনাব আহত যোদ্ধা- মোহা: আমীর খসরু, ব্যাংক কর্মকর্তা , চন্ডিপুর, ভেড়ামারা, কুস্টিয়া ও জনাব মো: হাবিবুর রহমান, (প্রাক্তন প্রধান শিক্ষক), চন্ডিপুর, ভেড়ামারা, কুষ্টিয়া স্যারের সাক্ষাৎকার গ্রহন করেন । তাহের মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থীগন চন্ডিপুর বর্ধ্যভূমি, হাডিং ব্রীজ বধ্যভুমি, ফারাকপুর যুদ্ধ ক্ষেত্র সহ ভেড়ামারা উপজেলার যে সব জায়গায় যুদ্ধ হয়ে ছিল এবং গন কবর সমুহ পরিদর্শন করেন ।আলোক চিত্র, ভিডিও করেন । পরিশেষে দলগুলি প্রতিবেদন, আলোক চিত্র, ভিডিও শিক্ষকগনের নিকট জমা প্রদান করেন । শিক্ষকগন সকল ডকুমেন্ট প্রধান শিক্ষক এর নিকট জমা প্রদান করেন । ভেড়ামারা উপজেলার যে সব স্থান পরিদর্শন এবং সাক্ষাত প্রদান কারীদের বর্ননা অনুযায়ী নিন্ম তথ্যাবলী উপস্থাপন করা হল ।