Loading..

খবর-দার

১১ অক্টোবর, ২০১৯ ০৯:০৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস

গোটা বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ১১ অক্টোবর তারিখে পালন করে। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম এই দিবস পালন করা হয়েছিল। লিংগ বৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য। অন্যান্য উল্লেখযোগ্য ক্ষেত্র সমূহ হল শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনী সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ।


আমি নারী

চলার পথে হোঁচট খেলে

হাতটি ধরে টেনে তুলে

জীবনটাকে ভালোবাসায় ভরিয়ে দিতে পারি ।


আমি নারী

নির্ভরতার ছোঁয়া নিয়ে

অভাগার পাশে গিয়ে

হেরে যাওয়া মানুষটাকে সাহস দিতে পারি ।


আমি নারী

চলতে পারি কঠিন স্রোতে

দিশাহারা তারার সাথে

হতাশাকে ছুঁড়ে ফেলে স্বপ্ন দেখতে পারি ।


আমি নারী

ঘর বাহির সবখানেতে

পারি সমান তালে তাল মেলাতে

বাঁধা ভেঙে লাফিয়ে গিয়ে আকাশ ছুঁতে পারি ।


আমি নারী

মন খারাপের ঝড়ো দিনে

একলা বসে কাশের বনে

বিষাদমাখা বিকেলটাকে রাঙিয়ে দিতে পারি ।


আমি নারী

ছেঁড়া পাতার ধূলোবালি

আদর দিয়ে মুছে ফেলি

মরে যাওয়া বৃক্ষটাতে ফুল ফোটাতে পারি ।


আমি নারী

অভাব যতোই ঘিরে থাকুক

অসুখ বিসুখ যেটাই আসুক

দু:খটাকে লুকিয়ে রেখে সুখ সাজাতে পারি ।


আমি নারী

কন্যা, জায়া, জননী

শাশ্বত, মায়াবী, চিরন্তনী

আরেক জীবন এনে দিতে কেবল আমি-ই পারি