Loading..

খবর-দার

১৬ অক্টোবর, ২০১৯ ১২:৫৬ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদেরকে শ্রেণি কক্ষে মনোযোগি করার কিছু কৌশল

প্রত্যেক শ্রেণি শিক্ষক যদি  নিম্ন লিখিত উক্তি গুলো শিক্ষার্থীরদের মুখস্থ করতে দেন তাহলে আমার মনে হয় শ্রেণি কক্ষে পাঠদানে আরও ফলপ্রসু হবে। যার ফল আমার ক্লাশগুলোতে আমি পেয়েছি। শিক্ষার্থীরা আর আগের মত পাঠদানের সময় হৈচৈ করে না কারো সাথে কথা বলেনা, দুষ্টমি করে না। অর্থাৎ আগের থেকে অনেক মনোযোগি হয়েছে। আমার বিদ্যালয়ের ক্লাশরুমে এই উক্তি গুলো আমি টানিয়ে দিয়েছি। উক্তি গুলো হলো-

১। শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনব।

২। যার যার আশে পাশের জায়গাটুকু পরিস্কার পরিছন্ন রাখবো। 

৩। সহপাঠিদের সাথে খারাপ আচরণ করবো না। 

৪। পাঠ চলাকালীন সময়ে কারো সাথে কথা বলবো না।

৫। পাঠ চলাকালীন সময়ে প্রশ্ন থাকলে হাত তুলবো।

৬। সহপাঠির কোন কিছু না বলে নিবো না। 

৭। সবাই একত্রে কাজ করবো কোন কাজকেই ছোট মনে করবো না। 

৮।  সহপাঠি মনে কষ্ট পায় এমন কথা বলবো না। [ গালি দেয়া, ঝগরা করা, উপহাস করা, চোট করা ]

৯। শিক্ষক ক্লাশ থেকে বের হয়ে গেলে পরবর্তী ক্লাশের পড়া তৈরী করবো।

১০। পাঠ চলাকালীন সময়ে শিক্ষকের অনুমতি সাপেক্ষে বাহিরে যাবো এবং আসবো।

এই উক্তি গুলো মুখস্থ হলেই শিক্ষার্থীরাই বুঝতে পারে তারা অপরাধ করেছে এবং কত নম্বর অপারধ করেছে। 

ধন্যবাদ

মোঃ সাইদুর রহমান

গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়

গলাচিপা,পটুয়াখালী।