Loading..

ডকুমেন্ট

১৬ অক্টোবর, ২০১৯ ০৬:২৭ পূর্বাহ্ণ

উইন্ডোজ ১০-এর কিছু নতুন কিবোর্ড শর্টকাট

উইন্ডোজ ১০ উইন্ডোজ ঘরানার আপগ্রেডেট ভার্সন হলেও অনেক কিবোর্ড শর্টকাট আগেরভার্সনের মতো একই রয়ে গেছে। তবে সম্প্রতিউইন্ডোজ ১০-এ যুক্ত করা হয়েছে কিছু নতুন কিবোর্ড শর্টকাট, যা নিন্মরূপ-

১.      Windows key + E চাপলে মাই কমপিউটার ওপেন হবে।

২.     Windows + A চাপলে অ্যাকশন সেন্টার ওপেন হবে।

৩.     Windows + C চাপলে কর্টনা আবির্ভূত হবে।

৪.      Windows + I চাপলে সেটিং মেনু আবির্ভূত হবে।

৫.     Windows + Ctrl + D চাপলে নতুন ডেস্কটপ যুক্ত হবে।

৬.     Windows key + Q চাপলে তাৎক্ষণিকভাবে সার্চ বক্সে নিয়ে যাবে।

৭.      Ctrl + Shift + 6 চাপলে যদি ডেস্কটপে থাকেন, তাহলে এটি তাৎক্ষণিকভাবে সব আইকনকে লিস্ট ভিউতে পরিবর্তন করবে। যদি ফিরে যেতে চান, তাহলে ডেস্কটপে ডান ক্লিক করুন এবং ভিউ করুন মিডিয়াম আইকন।

৮.     Alt + F4 চাপলে উইন্ডোজে শাটডাউন মেনু ডিসপ্লে করবে।

৯.     Windows key + TAB চাপলে ভার্চুয়াল ডেস্কটপের টাস্ক ভিউতে নিয়ে যাবে।

১০.    Windows key + g চাপলে আপনাকে নিয়ে যাবে গেম বারে, যেখানে আপনার গেম স্ক্রিন রেকর্ড করতে পারবেন।

১১.    Windows + Ctrl + left arrow/right arrow চাপলে ডেস্কটপের মাঝে সুইচ করবে।

১২.    Windows key + PrintScreen চাপলে স্ক্রিশুট স্বয়ংক্রিয়ভাবে পিসিতে সেভ হবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি