Loading..

খবর-দার

১৬ অক্টোবর, ২০১৯ ১০:১৫ অপরাহ্ণ

গাজীপুর জেলার প্রাথমিক শিক্ষায় আইসিটি বিষয়ক কাজের অগ্রগতি বৃদ্ধিতে...

গাজীপুর জেলার প্রাথমিক শিক্ষায় আইসিটি বিষয়ক কাজের অগ্রগতি বৃদ্ধির জন্য আজ বসেছিলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন স্যারের সাথে। আগামীকাল থেকে সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা শুরু হবে, তাই স্যার অনেকটাই ব্যস্ত ছিলেন। তারপরও  কিছু সময় আমাকে দিয়েছেন যা অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি গাজীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া ক্লাস, এমএমসি এপে ক্লাসের প্রতিবেদন দাখিল, শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ ইত্যাদি বিষয়ে কথা বলেছি। পুরো জেলার প্রাথমিক শিক্ষা এগিয়ে নিতে ইতিমধ্যে আমার যে ভাবনা তৈরি হয়েছে তা একটি চিঠি প্রস্তাবনা আকারে স্যারের হাতে দিয়েছি। স্যার খুব যত্নসহকারে আমার কাছ থেকে তা গ্রহণ করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আমার এ কাজে খুবই খুশি হয়েছেন। স্যার আগামী মাসে আবার বসবেন, সেখানে আমাদের পরবর্তী কর্মপরিকল্পণা ঠিক করবেন। আল্লাহ আমাদের কাজগুলো সহজ করে দিন।