Loading..

খবর-দার

১৯ অক্টোবর, ২০১৯ ১০:১০ অপরাহ্ণ

জাতীয়করণকৃত কলেজে দ্রুত পদ সৃজন এবং নিয়োগের দাবীতে সকশিস এর সভা অনুষ্ঠিত

সরকারিকৃত  কলেজ শিক্ষকদের সংগঠন (সকশিস) এর উদ্যোগে কিশোরগঞ্জ জেলার ১০ কলেজ শিক্ষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে হোসেনপুর সরকারি কলেজে অধ্যক্ষ ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকশিস এর কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে জেলার জাতীয়করনকৃত ১০ উপজেলার শিক্ষক প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। সকশিস সভাপতি জহিরুল ইসলাম বলেন, জাতীয়করণকৃত প্রতিষ্ঠানগুলোতে পদ সৃজন দেরিতে হওয়ায় অনেক শিক্ষক জাতীয়করণের সুবিধা না পেয়েই অবসরে চলে যাচ্ছেন। ২০২২ সালের মধ্যে আরও অনেক শিক্ষক অবসরে চলে যাবেন। তাই সকল প্রকার আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে দ্রুত সময়ের মধ্যে পদ সৃজন এবং নিয়োগের দাবী জানান। তিনি প্রতি উপজেলায় একটি করে স্কুল এবং কলেজ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বলেন, আপনারা যে সব সমস্যার কথা বলছেন এর অনেক কিছুই প্রধানমন্ত্রী অবগত নন। আপনারা সংবাদ সম্মেলন করে মিডিয়ায় আপনাদের দাবি তুলে ধরেন। তিনি সকশিস এর দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌছে দেওয়ার কথা জানান।

সভা শেষে জহিরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কটিয়াদী সরকারি কলেজ পরিদর্শন করেন।