Loading..

ডকুমেন্ট

২১ অক্টোবর, ২০১৯ ০৮:২৯ অপরাহ্ণ

ICT তে দক্ষ হতে প্রয়োজন Backup

আমরা পেশায় শিক্ষক, জাতির বিবেক। আমাদের পেশাগত উন্নয়ন কল্পে সরকার প্রতিনিয়তই বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করে চলেছে। বিশেষ করে দেশকে ডিজিটাল করতে ICT এর উপর প্রশিক্ষণ প্রদানে সরকার বিশেষ গুরুত্ব আরপ করেছেন।

কিন্তু বাস্তবে তা পরিপূর্নতা পাচ্ছে?

আমার মতে যা হচ্ছে , শতকরা হিসাবে তা খুবই কম। কম্পিউটারের ভাষায় Backup যা আমাদের নেই। ফলে আমরা যা শিখেছিলাম চর্চার অভাবে খুব তাড়াতাড়িই তা ভূলে যাচ্ছি।

আপনারা হয়ত বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ স্যার, আমাদের যদি প্রত্যেকের একটি করে ল্যাপটপ থাকত, তাহলে হয়ত আমরা ট্রেনিং সেশানে যা শিখেছিলাম, তা একটু ল্যাপটপের সামনে বসলেই, কিছুটা নয়, অধিকঅংশই মনে রাখতে সক্ষম হতাম বলে আমি মনে করি।

তাই আসুন পেশাগত দক্ষতা অর্জনে প্রত্যেকেই আমরা ল্যাপটপ কিনি, প্রযুক্তি শিখি এবং কাঙ্ক্ষিত ডিজিটাল দেশ অর্জনে অবদান রাখি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি