Loading..

খবর-দার

২২ অক্টোবর, ২০১৯ ০৬:৫৬ অপরাহ্ণ

প্রোফাইল আপডেট।

শিক্ষক বাতায়ন এমনই একটি প্লাটফর্ম যা সকল শিক্ষকদের এক লাইনে নিয়ে এসেছে। তবে দেখা যাচ্ছে যে, শিক্ষক বাতায়ন নতুন রুপে সাজানোর পর খুব অল্প সংখ্যক শিক্ষক শিক্ষক বাতায়ন প্রোফাইল আপডেট করেছেন। আমারা চাই খুব শিঘ্রই প্রোফাইল আপডেট ও নতুন রেজিস্ট্রেশন করে ফেলি।

শিক্ষক বাতায়ন প্রোফাইল আপডেট করবেন যেভাবে---

শিক্ষক বাতায়নে প্রোফাইল আপডেট করতে  বাতায়ন লগ ইন করুন। প্রোফাইল ছবির নিচে এডিট এ ক্লিক করুন। এবার মৌলিক তথ্যের সকল তথ্য পুরুন করুন। স্বীকৃতি/ প্রাপ্তিতে শিক্ষক, স্কাউট , আইসিটি, শিল্পী যে কোন কিছু লিখুন। শিক্ষাগত যোগ্যতার কলামে এড এ ক্লিক করে করে পর্যায়ক্রমে SSC, HSC, BA, MA সকল কলাম পুরুন করুন। প্রতিষ্ঠানের ইতিহাস পুরুন করুন। প্রশিক্ষণের ক্ষেত্রে ও শিক্ষাগত যোগ্যতার মত পর্যায়ক্রমে পুরুন করুন ও প্রতি ক্ষেত্রে সংরক্ষণ করুন সব শেষে প্রোফাইলের নিচে আপডেট করুন। তবে প্রোফাইল ছবি 1P0 kb/ এর কম হওয়া প্রয়োজন। তাহলেই আশা করি 100% প্রোফাইল আপডেট দেখাবে ইনশাআল্লাহ। সমস্যা হলে ফোন দিন।  

মোঃআউয়ালুল ইসলাম (আউয়াল) 

সাধারণ সম্পাদক

ICT4E জেলা ফোরাম, জয়পুরহাট।

ফোন নং 01712 409527