Loading..

ডকুমেন্ট

২৩ অক্টোবর, ২০১৯ ০৫:২০ অপরাহ্ণ

ফেসবুক আইডি হ্যাক রুখতে--

ফেসবুক আইডি হ্যাক রুখতে সিকিউরিটিতে Usw two-factor authentication অন করে দিন।  এটি পাবেন- Setting & Privacy> Setting> Security and Log in> Use two-factor authentication> Get Started  সহ পরের ইন্সট্রাকশন অনুযায়ী কাজ সম্পন্ন করুন।

এটি অন রাখলে  কেউ যদি আপনার  ফেসবুক  পাসওয়ার্ড  জেনেও যায়, তবুও আপনার  একাউন্টে ঢুকতে পারবেনা, যদি না আপনার মোবাইল নাম্বারে আসা কোড নাম্বার না পায়। আর  মোবাইল তো আপনার হাতে। তাই আপনি  জেনে যাবেন,  কেউ আপনার  ফেসবুক  আইডি  হ্যাক করার  চেষ্টা করছে  কি না।  আর মাঝে মাঝে পাসওয়ার্ড পরিবর্তন করা ভালো। নিজের  প্রোফাইল তথ্যে ইমেইল এড্রেস   এবং  মোবাইল নাম্বার পাবলিক করা থাকলে Only me করে দিলে ভালো হবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি