তোমাদের সাফল্যে, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা

- চাঁদপুর জেলা পর্যায়ের বিজয়ফুল প্রতিযোগিতায় খ বিভাগে (৬ষ্ঠ-৮ম) দেশাত্মবোধক গানে হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ১ম হয়েছে। তোমাদের অভিনন্দন।
- ০৩/১১/২০১৯ বিকাল ৩.৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা কালসারাল অফিসার আয়াজ মাবুদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্টানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শওকত ওসমান।
এর আগে সকাল ৯ টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩০০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

মতামত দিন


মোঃ সাইফুর রহমান
পূর্ণ রেটিং সহ শুভকামনা ও অভিনন্দন। আমার এ সপ্তাহের কন্টেন্ট দেখে লাইক, রেটিং ও কমেন্ট দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মোছাঃ নুরুন নাহার
রেটিংসহ শুভকামনা। আমার এ সপ্তাহে আপলোড কৃত ৪র্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের কন্টেন্ট দেখে রেটিং, লাইক ও কমেন্ট প্রদানের অনুরোধ রইল।

সাম্প্রতিক মন্তব্য