Loading..

খবর-দার

০৬ নভেম্বর, ২০১৯ ১১:৪২ অপরাহ্ণ

কাপ্তাই ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে ৮শ শিক্ষার্থীকে সচেতনতামূলক শিক্ষা

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে কাপ্তাই ফায়ার সার্ভিসের আয়োজনে বুধবার(৬অক্টোবর) শহীদ শামসুদ্দীন বালিকা উচচ বিদ্যালয়ে ৮শ’ত শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ফায়ার সার্ভিস সপ্তাহ কাপ্তাই ফায়ার সার্ভিস সিয়িনর স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। কাপ্তাইয়ের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতামূল কি ভাবে অগ্নি-দুর্ঘটনা,ভূমিকম্পন,পাহাড়ধস,মটোরসাইকেল যোগে হেলমটে না পড়লে কি ধরনের দুুর্ঘটনা ঘটতে পারে এছাড়া কি ভাবে বাসা-বাড়িতে অগ্নিকান্ড হতে রক্ষা-গ্যাস সিলিন্ডের রক্ষা পাওয়া যায়। এবং কিভাবে দুর্যোগ-দুর্ঘটনা হতে নিরাপদ থাকা যায় সে সকল ব্যাপারে ফায়ার সার্ভিস ও ডিফেন্সের লোকেরা মহড়ার মাধ্যমে শিক্ষা দেয়। পরে ফায়ার সপ্তাহ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন,
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন,কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র নিরাপত্তা পরিচাল মোঃ জসিম উদ্দিন, শহীদ শাসমুদ্দীন বালিকা উচচ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হানিফ,শিশু নিকেতন অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাম্পাদক মোহাম্মাদ আমির হোছাইন,নতুনবাজার বণিক সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ একরামুল হক এবং বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আবুল কাশেম। নির্বাহী অফিসার শিক্ষার্থীদের বলেন,এ ব্যাপারে সলকে সচেতন থাকলে আগুন রক্ষা পাওয়া যাবে। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত থাকেন।