Loading..

ম্যাগাজিন

০৯ নভেম্বর, ২০১৯ ০৩:১০ অপরাহ্ণ

বেতন ও মূল্য

আমরা বলি বেতন কত? সারা মাস কাজ করে বেতন পাই।

বাজারে দ্রব্য কিনতে গেলে বিক্রেতাকে জিজ্ঞেস করি মূল্য কত?

আসুন জেনে নিই বেতন ও মূল্য কী-- 

বেতনঃবাহীর দিশাগ্রস্ত আধার ( সক্রিয় শ্রম- মেধা)তারণপূর্ব্বক অন যাহাতে।
শ্রম আর মেধা দুটো বস্তুই বাহিত হয়ে গিয়ে ঢুকে যাচ্ছে শ্রমমূল্যে বা মজুরীতে।তাই এ হল দ্বৈতাদ্বৈতবাহী।
মূল্যঃ মূল থাকে যাহাতে।
এই মূল হল শ্রম।
সব ধরণের মূল শেষ পর্যন্ত শ্রমমূল্যে বিচার করা হয়।
---- কৃতজ্ঞতাঃ বঙ্গীয় শব্দার্থকোষ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি