Loading..

ডকুমেন্ট

১২ নভেম্বর, ২০১৯ ০৪:২৯ পূর্বাহ্ণ

দক্ষিণ সুনামগঞ্জের সিচনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ সম্পন্ন

গত ৮ই নভেম্বর সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৬০  নং সিচনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আই সি টি বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব  মোঃ আব্দুল মান্নান মিয়া,ইন্সট্রাক্টর, ইউ আর সি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামাল উদ্দিন,ব্রিটিশ কাউন্সিল এম্বাসেডর,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।জনাব কবিরুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিল এওয়ার্ড প্রাপ্ত,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।নাছরিন আক্তার খানম,প্রশিঃ শহর বালিকা সরঃপ্রাঃ বিদ্যালয়,সুনামগঞ্জ। 

প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন মিছবাহ উদ্দিন, ব্রিটিশ কাউন্সিল এওয়ার্ড প্রাপ্ত,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।


জনাব মহি উদ্দীন,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।


সার্বিক সহযোগিতায় ছিলেন নিজাম উদ্দীন, ICT4E জেলা এম্বাসেডর।


আলআমিন,ICT4E জেলা এম্বাসেডর।


খালেদুর রহমান,ICT4E জেলা এম্বাসেডর।


রুকসানা ইয়াসমিন,ICT4E জেলা এম্বাসেডর।


সাজাদ মিয়া,ICT4E জেলা এম্বাসেডর।আরো উপস্থিত ছিলেন সদর সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক উপজেলার শিক্ষক বৃন্দ।


বিশেষ সহযোগীতা করেনঃ আইসিটিপ্রেমী শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও আক্তার হোসেন। 


অনুষ্ঠান   সঞ্চালনায় ছিলেনঃ আইসিটিপ্রেমী শিক্ষক বেনু রঞ্জন মজুমদার।


সভাপতিত্ব  করেন মোঃ সুফি মিয়া,সাবেক চেয়ারম্যান, দরগাপাশা ইউ পি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি