Loading..

উদ্ভাবনের গল্প

১৫ নভেম্বর, ২০১৯ ০৩:২৮ পূর্বাহ্ণ

"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি"

সিংগারডাবড়ীহাট বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে নিয়ে কুড়িগ্রাম জেলায় অবস্থিত রাজাহাট উপজেলার "ঠাটমারী বদ্ধভূমি" পরিদর্শন করাই এবং এর ইতিহাস সমন্ধে অবগত করাই। পরে অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আশরাফ উদ্দিন মন্ডল স্যারের বাসায় নিয়ে যাই এবং স্যারের সাক্ষাতকার গ্রহন করে। তিনি একজন মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী। এরপর ঘড়িয়াল ডাংগা ইউনিয়নের একজন প্রায়ত মুক্তিযোদ্ধা মৃত জয়নাল আবেদীন এর বাড়িতে গিয়ে মরহুমের স্ত্রীর সাক্ষাতকার গ্রহন করি। সবশেষে ঐ ইউনিয়নের একজন সনামধন্য বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলীর বাড়িতে যাই এবং তার কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানি। এই কাজগুলি করতে গিয়ে আমি লক্ষ্যকরি যে ছাত্রটি ক্লাসে সামনে ডাকলে কথা বলতে পারতোনা, সেই ছাত্রটি ক্যামেরার সামনে সঞ্চালনা দেখে নিজে সঞ্চালন করার জন্য তৈরী হয়ে যায়। তাকে ডেকে যখন সঞ্চালনের জন্য মাইক্রোফোন দেয়া হয়। সে চমতকার সঞ্চালন করে ক্যামেরার সামনে। এভাবে ছাত্র/ছাত্রীদের দ্বারা ডকুমেন্টরী তৈরী ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার কাজ করালে তাদের মধ্যে ভয় ও জরতা কেটে যাবে এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে। ধন্যবাদ জানাই।