Loading..

খবর-দার

১৫ নভেম্বর, ২০১৯ ০৯:৩২ অপরাহ্ণ

অর্থবহ পতাকা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের পতাকা গুলোর মধ্য শীর্ষে এখন বাংলাদেশের পতাকা ।

অর্থবহ পতাকা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের পতাকা গুলোর মধ্য শীর্ষে এখন বাংলাদেশের পতাকা ।কোন দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির ধারক বাহক হলো  সেই দেশের পতাকা। বাংলাদেশের  পতাকা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির  পাশাপাশি যুক্ত হয়েছে স্বাধীনতা যুদ্ধের  মহান আত্নত্যাগের কাহিনী। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বের অর্থবহ পতাকার একটি তালিকা প্রকাশ করেছে। তালিকাটির প্রথম স্থান দখল করে নিয়েছে বাংলাদেশের লাল সবুজ পতাকা।  পতাকার গড়ন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির উপর ভিত্তি করে তৈরি  হয়েছে সেরা ১০ টি পতাকার তালিকা। বাংলাদেশের জাতীয় পতাকায় সবুজের মাঝে রয়েছে লাল বৃত্ত। পতাকার সবুজ এ রঙ বহন করে এদেশের প্রকৃতি ও তারুণ্য । লাল বৃত্ত প্রকাশ করে উদীয়মান সূর্য আর স্বাধীনতার জন্য আত্নদানকারী শহীদ যোদ্ধাদের রক্তের প্রতিক। বাংলাদেশের পর স্থান করে নিয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট,ফ্রান্স ,কানাড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা , ব্রাজিল, নেপাল, মালয়েশিয়া।