Loading..

খবর-দার

১৬ নভেম্বর, ২০১৯ ০১:১১ পূর্বাহ্ণ

আই সি টি বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণ ও আলোচনা সভা।

আই সি টি বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণ ও আলোচনা সভা।

স্থান: শহর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়,সদর, সুনামগঞ্জ।

তারিখ: ১৫/১১/২০১৯ খ্রিঃ।

------------------------------------------------------------------

স্বাগত বক্তব্য প্রদান করেন নাসরিন আক্তার খানম, প্রশিক্ষনের আয়োজক ও প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব

হারুন অর রশীদ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সুনামগঞ্জ। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব 

জিল্লুর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,সুনামগঞ্জ। 

জনাব নির্মল শর্মা, সুপারিন্টেন্ডেন্ট, পিটিআই,সুনামগঞ্জ। 

জনাব সৈয়দ আহমেদ শাহলান,ইন্সট্রাক্টর,ইউ আর সি সদর,সুনামগঞ্জ। 


আরো উপস্থিত ছিলেন

জনাব আব্দুস সামাদ আইসিটি আইকন a2i,

জনাব কামাল উদ্দিন,ব্রিটিশ কাউন্সিল এম্বাসেডর,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।


জনাব মিছবাহ উদ্দীন, ব্রিটিশ কাউন্সিল এওয়ার্ড প্রাপ্ত,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।

জনাব শওকত আহমেদ, সহকারী শিক্ষক, এস সি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ ও ICT4E জেলা এম্বাসেডর, সুনামগঞ্জ। 


জনাব মাহফুজুল ইসলাম নমির,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।


আবু সালেহ নোমান ব্রিটিশ কাউন্সিল এওয়ার্ড প্রাপ্ত,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।

 

জনাব মহি উদ্দীন,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।


জনাব নিজাম উদ্দিন, ICT4E জেলা এম্বাসেডর ও ব্রিটিশ কাউন্সিল এওয়ার্ড প্রাপ্ত শিক্ষক।


জনাব শাহিন আলম,ICT4E জেলা এম্বাসেডর।


জনাব খালেদুর রহমান,ICT4E জেলা এম্বাসেডর।


জনাব রুকসানা ইয়াসমিন,ICT4E জেলা এম্বাসেডর।


জনাব সাজাদ মিয়া,ICT4E জেলা এম্বাসেডর

জনাব লাকী বিশ্বাস ICT4E জেলা এম্বাসেডর।আরো উপস্থিত ছিলেন সদর সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক উপজেলার আইসিটি প্রেমি শিক্ষক বৃন্দ।

অনুষ্ঠান   সঞ্চালনায় ছিলেন রুকসানা ইয়াসমিন, সহকারী শিক্ষক,মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ। 

সভাপতিত্ব  করেন জনাব দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সভাপতি, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।