Loading..

খবর-দার

২০ নভেম্বর, ২০১৯ ১১:৪৭ পূর্বাহ্ণ

ডিজিটাল প্রধান শিক্ষক জনাব কবিরুল ইসলাম স্যারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে জনতা উচ্চ বিদ্যালয়

আইসিটি জগতে উজ্জ্বল  নক্ষত্র,ডিজিটাল প্রধান শিক্ষক,সেরা কন্টেন্ট নির্মাতা,মাস্টার ট্রেইনার,ICT4E জেলা এম্বাসেডর জনাব কবিরুল ইসলাম স্যারের সাথে গতকাল গিয়েছিলাম উনার কর্মরত প্রতিষ্ঠান জনতা উচ্চ বিদ্যালয়ে। স্যারের সফল নেতৃত্বে বিদ্যালয়ে অনেক পরিবর্তন এসেছে। স্যারের সহকর্মীবৃন্দের কাছ হতে জানতে পারলাম উনার নিয়োগের পর থেকে এই স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস,শিক্ষকদের আইসিটি বিষয়ে উদ্ভুদ্ধকরন,শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগীতামুলক প্রতিযোগীতার আয়োজন,মিড ডে মিল চালুকরন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি" কার্যক্রম,অভিবাবক সমাবেশ,গুণি ব্যক্তিদের সম্মাননা ইত্যাদি কার্যক্রম সফল নেতৃত্বে করে যাচ্ছেন। তা ছাড়াও সুনামগঞ্জ জেলাকে এগিয়ে নিতে এম্বাসেডর ও সেরা কন্টেন্ট নির্মাতারা মিলে আইসিটি বিষয়ক ইনহাউজ  প্রশিক্ষণ/রিফ্রেশার প্রশিক্ষণ(শিক্ষক বাতায়ন,মুক্তপাঠ, এমএমসি,কিশোর বাতায়ন) কর্মশালা যা হয়েছে সব কর্মশালায় জনাব কবিরুল ইসলাম স্যারের সফল নেতৃত্ব লক্ষ্যনীয়। স্যারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে জনতা উচ্চ বিদ্যালয়,এগিয়ে যাচ্ছে ছাতক উপজেলা ,এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা। এমন দক্ষ ডিজিটাল প্রধান শিক্ষক পেয়ে আমরা আনন্দিত। স্যারকে আমরা শিক্ষক বাতায়নে সেরা নেতৃত্বদানকারী দেখার প্রত্যাশা করছি। স্যারের জন্য রইল শুভ কামনা।