Loading..

ম্যাগাজিন

২৭ নভেম্বর, ২০১৯ ০৭:৫৫ পূর্বাহ্ণ

"নিবিড় নীলিমা" (বুক-রিভিউ) ডক্টর হুমায়ুন আজাদ

বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ডক্টর হুমায়ুন আজাদের বিভিন্ন সময়ে সাপ্তাহিক "খবরের কাগজ" পত্রিকায় প্রকাশিত কলামের সমষ্টি "নিবিড় নীলিমা"।লেখকের রচিত ৬০ টি এর অধিক গ্রন্থ রয়েছে।সেগুলির মধ্যথেকে এই গ্রন্থটি অন্যতম।ছোট্ট কোলেবরের এই প্রবন্ধ সংকলনে লেখক তাঁর সময়ের নষ্ট সমাজ-সভ্যতা ও রাজনীতির বিরুদ্ধে প্রবন্ধগুলো রচনা করেছেন।আশির দশকের শেষ দিকের ও নব্বইয়ের দশকের পুরো সময়কাল জুড়ে সংঘটিত সকল অনাচার,অসংগতি ও অব্যবস্তাপনা তিনি তাঁর এই গ্রন্থে তীর্যকভাবে তুলে ধরেছেন।তাঁর মতামত অত্যন্ত সাহসিকতার সাথে অকপটে উপস্থাপন করেছেন।সকল বর্ণনায় তিনি যদি ও দলনিরপেক্ষ থাকতে পারেন নি তথাপি ও তাঁর প্রবন্ধগুলো খুবই যৌক্তিক ও বস্তুনিষ্ট।

গ্রন্থটি পাঠান্তে আমার মতামতঃ চরম বাস্তবতার নিরিখে লেখা অতি-অসাধারণ গ্রন্থ।

পাঠক বইটি কিনে ও পড়ে ঠকবেননা,নিশ্চিতভাবে বলা যায়।সকলকে বইটি পড়ার অনুরোধ থাকল।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি