Loading..

খবর-দার

২৭ নভেম্বর, ২০১৯ ০৬:৪৯ অপরাহ্ণ

ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল এয়্যার্ড -২০১৯

চরনোয়াবাদ মহিলা দাখিল মাদ্রাসা, ভোলা সদর, ভোলা।রোজিনা ইয়াসমিন তন্নী (কম্পিউটার শিক্ষক)

#শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই ব্রিটিশ কাউন্সিলের এই প্রোগ্রাম।

এছাড়াও মানসম্মত শিক্ষা প্রদান ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় ২০১২ সালে থেকে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড প্রদান করছে ব্রিটিশ কাউন্সিল। এখন পর্যন্ত দেশের পাঁচ হাজারেরও বেশি স্কুল এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছে।

ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড (আইএসএ) প্রদান করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। চলতি বছর দেশের ১৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড-এর জন্য নির্বাচিত করা হয়। 

আমরা গত জানুয়ারি মাস থেকে বহির্বিশ্বের বিভিন্ন স্কুলের সাথে কানেক্টিং ক্লাসরুম সম্পর্কিত ৭টি প্রজেক্ট নিয়ে শেয়ারিংয়ে অংশগ্রহণ করি। সন্তোষজনক পারফরম্যান্স করায় আমাদের প্রতিষ্ঠান চরনোয়াবাদ মহিলা দাখিল মাদ্রাসা আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড লাভ করেছে।

গত ৬ নভেম্বর এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

ধন্যবাদ ও  কৃতজ্ঞতা ব্রিটিশ কাউন্সিল।