Loading..

ম্যাগাজিন

২৭ নভেম্বর, ২০১৯ ০৯:৪৫ অপরাহ্ণ

অনেক নন্দে আনন্দ হাসে

অনেক নন্দে আনন্দ হাসে
----
নন্দ থাকে মায়ের হাসিতে
যখন নন্দন পায় কোলে অশেষ কষ্ট শেষে,
নন্দ থাকে শিশুর পৃথিবীতে
যখন নন্দন পায় খেলার সাথে নন্দ এসে মেশে।।
নন্দন পুত্র- যখন মা পায়,
নন্দনা হয় মায়ের কোলেতে কন্যাটি যখন হাসে,
নন্দনে বরণ করে আনন্দ তায়
নন্দন হয় স্বর্গসম,বিরাজে নন্দ যবে আশেপাশে।।
নন্দ পায় সবে লক্ষ সাধনে,
সবটাই নন্দ, যে যার  অভীষ্টে যখন পৌঁছে যায়
নন্দিত নন্দকে পেলে মনে
দৃষ্টিনন্দন সবি তখন, আনন্দ হাসে নন্দক তায়।।
আনন্দে নন্দ থাকে বেশ,
অনিন্দিতায় নিন্দিত মেলে যখন নিন্দা না থাকে,
নিন্দা যখন করে আয়েশ
অনিন্দিত মাঝে,নিন্দিত তখন নন্দকে ঢেকে রাখে।।
নন্দন হয় নন্দনবন শেষে,
আনন্দে নান্দী মেলে,  টুঁটে যায় নিন্দাবাজির ফাঁদ,
নন্দিনী আনন্দ বিলায় হেসে
পিতৃবক্ষ গর্বে আপ্লুত-অভিনন্দনে বর্ষে আশির্বাদ।।
নন্দনতত্ত্বে নন্দ থাকে,
নন্দনকাননে অমরপুষ্প, মন্দারবৃক্ষ আনন্দ মায়ায়
আনন্দে নিন্দা ঢাকে,
অনেক নন্দ হয় আনন্দ,অনিন্দিতা থাকে স্বর্গ ছায়ায়।।
---১৬/০৬/২০১৯

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি