Loading..

খবর-দার

০৪ ডিসেম্বর, ২০১৯ ০৯:০৪ অপরাহ্ণ

শিক্ষক বাতায়নের প্রোফাইল আপডেট করন, লগ ইন করা, নিবনদ্ধন করন, কন্টেন্ট আপলোড ও ডাউনলোড করা এবং মুক্ত-পাঠের নিবনদ্ধন করা ও বিভিন্ন কোর্স কিভাবে করতে হয় সেই সংক্রান্ত তথ্য প্রদানঃ

 "সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম-(সেসিপ)" কর্তৃক ০৬ (ছয়) দিন ব্যাপী ধারাবাহিক মূল্যায়ন (CA) প্রশিক্ষণে ইংরেজি বিষয়ের প্রশিক্ষকের দায়িত্ব পালনের সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২৫-২৬/১০/২০১৯ ইং তারিখ প্রশিক্ষণের দিনে গণিত, ইংরেজি, বিজ্ঞান, বাংলা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪০x৫= ২০০ জন প্রশিক্ষণার্থীদের সাথে শিক্ষক বাতায়নের প্রোফাইল আপডেট করন, লগ ইন করা, নিবনদ্ধন করন, কন্টেন্ট আপলোড ও ডাউনলোড করা এবং মুক্ত-পাঠের নিবনদ্ধন করা ও বিভিন্ন কোর্স কিভাবে করতে হয় তা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। পরিশেষে, সকল প্রশিক্ষণার্থীরা তাদের হাত তুলে নিশ্চিত করে যে তারা সকলে শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ সম্পর্কে পরিস্কার ধারনা লাভ করতে পেরেছে এবং তারা নিজেরা এখন থেকে কাজ করবে।