Loading..

খবর-দার

০৬ ডিসেম্বর, ২০১৯ ০৬:২৫ অপরাহ্ণ

চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী আলহাজ ডাঃ দীপু মনি এমপি।

চাঁদপুরবাসীর প্রাণের মেলা মুক্তিযুদ্ধের বিজয়মেলা গৌরবের ২৮ বছরে পদার্পণ করেছে। আজ ৬ ডিসেম্বর শুক্রবার মাসব্যাপী এ বিজয়মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী আলহাজ ডাঃ দীপু মনি এমপি। আজ সকাল ১১:৩০টায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ অঙ্গীকারের সামনে মেলার উদ্বোধন করবেন ষাটের দশকের ছাত্রলীগ নেতা, '৬৯-এর গণআন্দোলনের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা মুনির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ ও মুক্তিযুদ্ধের বিজয়মেলা স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের বিজয়মেলার উপদেষ্টামন্ডলীর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। মেলা উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি সকাল ১১টায় চাঁদপুর ষ্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ খেলার বেলুন উড়িয়ে শুভউদ্বোধন করেন।