Loading..

ম্যাগাজিন

০৯ ডিসেম্বর, ২০১৯ ০৭:৩১ পূর্বাহ্ণ

বুক রিভিউঃঃ ব্যাকরণ ও বিবিধ,লেখক মোরশেদ হাসান

ব্যাকরণের  মজাঃব্যাকরণ ও বিবিধ
----
* হস্ত মানে হল হাত।কিন্তু সংস্কৃতে হস্তের মতো অঙ্গ বা শুঁড় আছে যার সে হস্তী।
* বিবাহ শব্দটির অর্থ হচ্ছে বহন করে বা অপহরণ করে নিয়ে যাওয়া।সুতরাং আদিমকালে কন্যাকে অপহরণ করে নিয়ে গিয়ে উদ্বাহু ক্রিয়া সম্পন্ন হত।বরের দিক হতে এটা ছিল 'আবাহ' অর্থাৎ কনেকে বহন বা অপহরণ করে নিয়ে আনা।
* অনুলোম মানে যথাক্রমে,অনুকূলঃ সোজা কথায়,সিধা পথে চলা।
প্রতিলোম মানে উলটা,বিপরীত
শব্দ ব্যপক দুটোর ব্যবহার হয় বিবাহে।
অনুলোম বিবাহঃহিন্দু উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের নারীর বিবাহ হলে।
প্রতিলোম বিবাহঃনিম্ন বর্ণের বা নিম্ন বংশীয় পুরুষের সাথে উচ্চ বর্ণের নারীর বিবাহ হলে।
* মৃগ বললে হরিণ বুঝি।কিন্তু মৃগয়া বললে শিকার করা বুঝি।কারণ সংস্কৃত ভাষায় মৃগ শব্দের অর্থ পশু।সেজন্যই মৃগয়া বললে শিকার করা বুঝি।
* তা আমার বাংলা শব্দ আর কতই চাপে পড়ে চিড়ে-চ্যাপ্টা হবে!ঠিকই তা আবার মাথা তুলে দাঁড়াবে সগৌরবে।অন্য কোনো ভাষার সাধ্য কী এর রূপ-রস-গন্ধ চুরি করে নিয়ে যায়।
* স্বখাত সলিল মানে কী?
স্ব অর্থ নিজ,আর খাত মানে গর্ত,সলিল অর্থ জল।অর্থাৎ নিজের খনন করা গর্তের জলে নিজেই ডুবে মরা।
--- এমনতরো ব্যাকরণের অনেক মজার মজার অজানা তথ্য দিয়ে সাজানো জনাব মোরশেদ হাসান এর বই " ব্যাকরণ ও বিবিধ"।
মোট পাঁচটি অধ্যায় আর ১৯২ পৃষ্ঠা সম্বলিত এই বইটির পড়তে বেশ সহজ,ব্যাকরণের কঠিন বিষয়গুলোকে লেখক সুনিপুণ দক্ষতায় একদম সহজকরে উপস্থাপন করেছেন।
জনাব মোরশেদ হাসান একজন সুলেখক- তাঁর লেখার নিয়মিত পাঠক হিসেবে আমি এটুকু বলতে পারি তিনি তাঁর লেখাকে তথ্যপূর্ণ সেইসাথে রসঘন করে সহজ সরল সাবলীল ভাষায় পাঠকের কাছে তুলে ধরেন।একজন লেখকের এটা কিন্তু অনেক বড় গুণ।
প্রথম প্রকাশ হিসেবে বইটিতে সামান্য ছাপার ভুল রয়েছে।
বইটি পড়তে আমার ভাল লেগেছে,এতে শেখার আছে অনেককিছু।
বইটির দ্বিতীয় অধ্যায়ে আর্জেন্টাইন তরুণী জুলিয়ার মুখে কঠিন ব্যাকরণের বিষয়াদি অবশ্য আমার কাছে একটু অন্যরকম লেগেছে।ব্যাকরণের অনেক গভীরে সে পৌঁছে গেছে তার প্রশ্ন শুনে মনে হয়েছে।এতটা গভীরে আমরা বাংলাভাষী কয়জন শিক্ষিত পৌঁছাতে পারি তা প্রশ্ন রাখে।
ছোট এ বইটি পড়তে আমার বেশ লেগেছে সময়াভাবে।তারপরও শেষ করতে পেরেছি,কিন্তু এ বইটা আমাকে তো বারবারই পড়তে হবে।জানতে হলে,মনে রাখতে হলে পড়তে হবে বৈকি।
লেখার প্রতিপাদ্য হিসেবে ব্যাকরণকে বেছে নেয়া মোটেও সহজ কাজ নয়।
জনাব মোরশেদ হাসান সে কাজটি করছেন,অন্য বিষয়ের সাথে ব্যাকরণকেও তিনি লেখার প্রতিপাদ্য করেছেন এজন্য তিনি অবশ্যই ধন্যবাদার্হ।
বইটির ব্যাপক প্রচার কামনা করি,লেখকের জন্য শুভকামনা,নিরন্তর ব্যাকরণ চর্চায় তিনি নিজেকে ব্যপৃত রাখবেন প্রত্যাশা রইল।

--০৯/১২/২০১৯

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি