Loading..

ম্যাগাজিন

০৯ ডিসেম্বর, ২০১৯ ১০:৫৮ পূর্বাহ্ণ

ফাতেহা-ই-ইয়াজদাহাম

প্রতি বছর হিজরী মাস রবিউস সানী’র ১১ তারিখ ফাতিহা-ই-ইয়াজদাহম হিসেবে পালন করা হয়। ফাতিহা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে: উন্মুক্তকরণ, হৃদয়ের জয় ইত্যাদি। কিন্তু এখানে দোয়া বা সাওয়াব রেছানী অর্থে ব্যবহার হয়েছে। আর ইয়াজদাহম শব্দটি ফার্সী, যার বাংলা অর্থ: এগারো।ফতিহা-ই-ইয়াজদাহম কে সাধারনত বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ) এর ওফাত দিবস অর্থাৎ মৃত্যুদিবস হিসেবে পালন করা হয়। ঐতিহাসিকদের মতে, হিজরী ৫৬১ সনের ১১ রবিউস সানী হজরত আব্দুল কাদের জিলানী (রহঃ) মৃত্যুবরণ করেন। তাই বড়পীর সাহেবের স্মরনে রবিউস সানী মাসের ১১ তম দিনকে ফাতিহা-ই-ইয়াজদাহম হিসেবে পালন করা হয়।আল্লাহ তায়ালা পৃথিবীতে ১ লক্ষ ২৪ হাজার পয়গাম্বর প্রেরণ করেছেন, কিন্তু তাদের পরবর্তী ওলি-আওলিয়া কতজন প্রেরণ করেছেন তা অগণিত। সুতরাং, সকল অলিদের মহান নেতা হিসেবে আব্দুল কাদের জিলানী (রহঃ) এর প্রতি মুসলমানের শ্রদ্ধা ও ভালবাসার বহিঃপ্রকাশ ই হচ্ছে এই দিন। ফাতিহা-ই-ইয়াজদাহম উপলক্ষে হযরত আব্দুল কাদের জিলানী রহঃ এর জন্য দোয়া এবং সাওয়াব রেছানি করা উত্তম কাজ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি