Loading..

খবর-দার

১০ ডিসেম্বর, ২০১৯ ০৮:৫৬ পূর্বাহ্ণ

ডিজিটাল বাংলাদেশ

রুপকল্প-২০২১ সালে স্বাধীনতার ৫০ বৎসর পূর্তির মধ্য দিয়ে "ডিজিটাল বাংলাদেশে" পরিনত হবে আমাদের প্রিয় লাল-সবুজের বাংলাদেশ। 


এ ঘোষণা ২০০৮ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে প্রথম "ডিজিটাল বাংলাদেশ" এর পরিচয় ঘটে। 


নানান গুঞ্জন, আলোচনা-সমালোচনা মারিয়ে ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বৎসরে পা রাখার পাশাপাশি বিশ্বের বুকে বাংলাদেশ "ডিজিটাল বাংলাদেশ" হিসেবে চূড়ান্তভাবে আত্মপ্রকাশ করবে। এই দিবস উপলক্ষ্যে জানা-অজানার কিছু তথ্য উপস্থাপন করা হলো -


১। ডিজিটাল বাংলাদেশ কত তারিখে ঘোষণা করা হয়?

উত্তরঃ ১২ ডিসেম্বর ২০০৮খ্রি.(আঃলীগের নির্বাচনী  

       ইশতেহারে)।


২। প্রথম ডিজিটাল ওয়াল্ড সামিট কত তারিখে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ২০১১ সালে। "Ready for tomorrow "থিম নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 


৩। তথ্য সেবাকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কত সালে " তথ্য সেবা কেন্দ্র " প্রতিষ্ঠা করে- যা বর্তমানে "ইউনিয়ন ডিজিটাল সেন্টার" নামে পরিচিত? 

উত্তরঃ ২০১০ সালে।


৪। মুক্তপাঠ কী?

উত্তরঃ বাংলাদেশ সরকারের তৈরিকৃত বাংলা ভাষায় 

       নির্মিত সর্ববৃহৎ "ই লার্নিং প্লাটফর্ম "।


৫। জনগনের তথ্য পাবার অধিকার নিশ্চিত করতে বিভিন্ন সরকারি দপ্তরের তথ্যকে সম্মিলিতভাবে যে পোর্টাল প্রকাশ করে -তার নাম কি?

উত্তরঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।


৬। অনলাইনের সর্বপ্রথম পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় কত সালে?

উত্তরঃ ২০১০ সাল হতে।


৭। বাংলা ভাষা চর্চায় সরকার ইউনিকোড সুবিধা সম্বলিত যে প্রমিত বাংলা ফন্ট প্রকাশ করে - তার নাম কি? 

উত্তরঃ আমার বর্ণমালা।


৮। এটুআই (একসেস টু ইনফরমেশন) কোন ধরনের প্রতিষ্ঠান?

উত্তরঃ প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক পরিচালিত একদল স্পেশালিস্ট টিম এর নিরলস পরিশ্রমে শিক্ষাসহ নানাবিধ তথ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে   "ডিজিটাল বাংলাদেশ" গড়ার কাজে আত্ম নিবেদিত একটি প্রতিষ্ঠান। 


৯। কোন প্রত্যয় থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন জেগেছিল?

উত্তরঃ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন।


১০। সাম্প্রতিক সরকার শিক্ষার্থীদের অনলাইন আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণের জন্য যে প্রকল্প দাঁড় করিয়েছে - তার নাম কি?

উত্তরঃ লার্নিং এ্যান্ড আর্নিং।


১১। বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ কত তারিখে উৎক্ষেপণ করা হয়?

উত্তরঃ ১২ মে ২০১৮। সময়ঃ ২:১৪(বাংলাদেশ সময়)


১২। বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ যে রকেটে উৎক্ষেপণ করা হয়েছিল, তার নাম কি?

উত্তরঃ ফ্যালকন -৯


১৩। বাংলাদেশে ঐ স্যাটেলাইটের গ্রান্ড স্টেশন কোথায়?

উত্তরঃ জয়দেবপুর, গাজীপুর এবং বেতবুনিয়া, রাঙ্গামাটি জেলা।


১৪। প্রথম ডিজিটাল জেলা কোনটি?  

উত্তরঃ যশোর। 


১৫। SDG-4 কী?

উত্তরঃ Sustainable Development Goal -4। 

২০৩০ সালকে লক্ষমাত্রায় এনে রুপান্তরমুখী, অংশীদারিত্বমুলক, অন্তর্ভুক্তিমুলক এবং সার্বজনিন -এসডিজি এর অভিষ্ঠ লক্ষমাত্রা গ্রহণ করা হয়। 


১৬। রুপকল্প ২০২১ থেকে ২০৪১ সালে মুলমন্ত্র কী?

উত্তরঃ ২০২১ সাল "দিনবদলের পালা /ডিজিটাল বাংলাদেশ। আর ২০৪১ সাল "আলোক উজ্জ্বল ভবিষ্যৎ / মধ্যম আয়ের দেশের দেশ।

--------------------------------------------------------

মো.আব্দুল বারী

সহকারী শিক্ষক

বোয়াইলমারী কামিল (এমএ) মাদরাসা, সাঁথিয়া, পাবনা।