Loading..

খবর-দার

১৬ ডিসেম্বর, ২০১৯ ১১:৩২ অপরাহ্ণ

পাবলিক পরীক্ষায় ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের প্রশ্নে বাংলা অনুবাদসহ প্রশ্ন প্রনয়ন

 পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণেতা ৯৯% বাংলা ভার্সনের শিক্ষক যারা ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র ইংরেজিতে অনুবাদ করে দেন । কিন্তু অন্যান্য ভাষার অনুবাদের মত বাংলা থেকে ইংরেজি  অনুবাদের কারনে প্রশ্নপত্র প্রণেতা যে তথ্য  জানতে প্রশ্নপত্র প্রনয়ন করেন, তা অনুবাদে পরিষ্কারভাবে ফুটে উঠেনা। ফলে ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রশ্নটি সঠিকভাবে না বুঝার কারনে কিংবা সঠিক অনুবাদটি তাদের কাছে না পৌঁছার কারনে, জানা উত্তরটিও খাতায় লিখে আসতে পারে না। 

বর্তমানে বুয়েট, চুয়েটসহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজি দুটিই ভার্সনের প্রশ্নই একসাথে ভর্তি পরীক্ষার  প্রশ্নে দেয়া থাকে । বাংলাদেশের পাবলিক পরীক্ষায়ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজি দুটিই ভার্সনের প্রশ্নই একসাথে দেয়া থাকলে ইংরেজি ভার্সন শিক্ষার্থীদের  ভোগান্তি লাগব হতো, গুনগত শিক্ষা যথাযথ বাস্তবায়ন হতো ।