Loading..

ম্যাগাজিন

১৮ ডিসেম্বর, ২০১৯ ০৭:৫৩ অপরাহ্ণ

একা নও তুমি

একা নও তুমি

--

তোমার ডানে মানুষ,তোমার বামে মানুষ,

তোমার চারপাশ,দশদিকে কেবলই মানুষ

অথচ যখন একলা আকাশের নিচে দাড়াও

কেবল মনে হয় কোথাও কেউ নেই।

যে বৃত্তে বসবাস তোমার, ওখানে শোরগোল তুমুল,

কথার রাজ্য,সবাই কথা বলে,শুনে না কেউ,

অথচ হঠাৎ তোমার মনে হয় শব্দহীন জগতে তোমার বসবাস।

এখানে কেউ কথা বলে নি কখনও,

চিরদিন শব্দহীন এই জগতে ছিল শুধু সময়ের বয়ে চলা শব্দ।

অথচ তারা হাত বাড়িয়ে দেয়,মাঝখানে থাকা সুতোর মত

কিংবা প্রায় অদৃশ্য দেয়াল,

তাই প্রকাণ্ড হয়ে গড়ে তোলে দুস্তর দূরত্ব।

আবার মাটির সাথে বসবাস,মাটি হয়ে থাকা,

যেন কোটি বছরের যত কথা সব জমাট রয়েছে ওখানে

যে কথার রহস্য কেউ কোনদিন উন্মোচন করে নি।

ধরায় থাকে অনেক অব্যক্ত গুমরে থাকা কান্না,

কান্নার উপরে থাকে হাসি,আর অনেক হাসিতে লুকায় কান্না অনেক।

জগতের নিয়মে জগৎ চলে,অমোঘ নিয়তি আঁকা ললাটে,

পায়ে দলে যত যাই বাধা পড়ি তত,

আবশ্যিক নিয়মে পড়ে ধরা চঞ্চল পাখি শিকারীর অব্যর্থ নিশানে।

যখন নিঃশব্দরা কথা বলে সময়ের,সবকথা থেমে যায়,

তুমি চুপ করে শুনতে থাক মহাকালের বার্তা,

যখন কোথাও কেউ নেই তোমার,

তবু তুমি আছো,আছে তোমার নিজস্ব তুমি,

আর আছে মহাকাল,অনন্ত সময়ের স্রোতস্বিনী।

--১৮/১২/২০১৯

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি