Loading..

ম্যাগাজিন

১৯ ডিসেম্বর, ২০১৯ ১০:৫০ পূর্বাহ্ণ

ফুলের সাথে পরিচয়

"কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নই।

বরং আমি এ কারণে হতাশ যে, এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারব না।

__ফ্রিডরিক"

ফুলটির নাম দুপুরমনি।

দুপুরমনি একটি অনিন্দ্য সুন্দর অরুণ রঙের ফুল। দুপুরমনি গাছের আদিনিবাস দক্ষিণ এশিয়া; পরে এটি সমগ্র দুনিয়াতে বিস্তার লাভ করেছে। এটি বর্ষার মরসুমি ফুল। একহারা লম্বা গাছ। ডালপালা কম। চেহারাটা খসখসে। পাতা বেশ লম্বা, কিনার কাটাকাটা, আগা সরু। ফুলটির পাঁচটি চ্যাপ্টা পাপড়ি, সিঁদুরে লাল, কখনো হালকা গোলাপী বা সাদা। কোন গন্ধ নেই। পাপড়ির সঙ্গে চিকন ফিতার মতো লকলকে কয়েকটি উপাঙ্গ ফুলের শোভা বাড়ায়। শাখাগুলি হয় লম্বা এবং ছড়ানো। পাতাগুলি ৬ থেকে ১০ সেমি হয়। ফুলগুলি দুপুর ফোটে বিকেলে ঝরে, আগষ্ট থেকে নভেম্বরে এতে ফুল ফোটে। এটি বাগানের শোভা বর্ধনের জন্য লাগানো হয়; তবে অনেক দেশে এটি আঁশের জন্য বা ভেষজ চিকিৎসার জন্য লাগানো হয়।

--সূত্রঃউইকিপিডিয়া

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি