Loading..

ম্যাগাজিন

০১ জানুয়ারি, ২০২০ ০৭:২৫ অপরাহ্ণ

নীলাচলে তপস্যা

নীলাচলে তপস্যা
----
হিমাচলে প্রত্যাশা
দেবালোকে নিয়ত যাচনা।
প্রত্যাশিত প্রার্থনা উপেক্ষিত বরাবর,
হে অনন্ত!তুমি কোথায়? কোন পুরে?
ব্যাপৃত থাকো মগ্ন চৈতন্যে,
সদা হাস্যময়,লাস্যময়
প্রখর প্রভায় সুউচ্চ শিখরে
পেতেছ আসন।
কাঁদে হীন দীন,কাঁদে নিরুত্তর 
অজস্র বিমর্ষ মূঢ়, মূক;
ধ্যানে মগ্ন ঋষী,
আত্মমগ্ন যত নিষ্পাপ আত্মা।
কলুষিত উল্লাসে তৃপ্ত,
প্রলয় নৃত্যে মগ্ন,
উপাখ্যান শুরু হয়
নিষ্ঠুর প্রেতাত্মার।
নেমে এসো তাপিত ধরায়,
খড়্গ তোমার রুদ্র হোক,
বিমল আনন্দ ধৃত হোক
প্রতি হীনজনে।
নীলাচলে তপস্যা তোমার
এবার উন্মুক্ত কর-
অবারিত হোক প্রবেশ দ্বার
দলে দলে আসুক পান্হজনেরা,
ভ্রুকুটি হেনো না,
আশির্বাদে তৃপ্ত কর
তৃষিত মনোপ্রান্তর যত।
---২১/০১/২০১৯

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি