Loading..

ম্যাগাজিন

০২ জানুয়ারি, ২০২০ ১০:৩৮ অপরাহ্ণ

তোমার প্রত্যাবর্তনে


তোমার প্রত্যাবর্তনে

--

তোমার প্রত্যাবর্তনে

দোয়েল ডেকেছিল সবুজ অরণ্যে,

শাপলা ফুটেছিল ঝিলের জলে,

আর স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল

যারা ছিল সকাতর অপেক্ষায়।

সাধারণ থেকে ইতিহাস,

যে জীবন ছিল কেবলই সাধারণের,

সাদামাটা একটি মানুষ ছিল

কেবলই মানুষের জন্য।

রচিত হয়েছে ইতিহাস, একটি কবিতা,

মহৎ কবিতা দিয়েছিল অমিত তেজ,

রক্তে বাণ ডেকেছিল ডিঙাতে পারাবার,

চোখে এঁকে দিয়েছিল স্বপ্ন স্বাধীনতার।

তোমার প্রত্যাবর্তনে একটি মানচিত্র হেসেছিল,

ঘাসের জমিনে নিশ্চিতে গড়াগড়ি শিশুর,

চোখের কোণে বাঁধভাঙা জল

গোপনে মুছে হেসেছিল এক,দুই,অনেক মা।

নিবিড় ভালবাসা তোমার হাসিতে,

একটি বাংলাদেশ সিক্ত তোমার ভালবাসায়,

কুটিল বিষাক্ত নাগ তোমার পদতলে

হিংস্রতা লুকিয়ে নিয়েছিল আশ্রয়।

আজও দিকচক্রবালে বিম্বিত একটি মুখ,

বজ্রকণ্ঠ আজও রক্তে আনে বাণ,

অগ্নির অমিত তেজ করুক দহন

যেখানে যতকিছু আছে কূটচক্রজাল।

---০২/০১/২০১৯

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি