Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ জানুয়ারি, ২০২০ ১২:১৮ পূর্বাহ্ণ

আইএলসি ল্যাব দেখতে জেলা শিক্ষা অফিসার আমার স্কুলে পরিদর্শনে আসেন।

ছোট্র একটা রুম, সরকারের অনেক বড় স্বপ্ন!
আজ আকস্মিক আইএলসি ল্যাব পরিদর্শনে আসেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ স্যার। সকল শিক্ষকদের লেপটপ পরিচালনা ও আইএলসি ল্যাবে ক্লাশ নেবার তাগাদা দেন। প্রায় ৭০০/৮০০ শিক্ষার্থী এই অত্যাধুনিক ল্যাবে ই-লার্নিং মডিউল শিখতে পারবে।
এ সময় শিক্ষকদের কয়জনের নিজস্ব লেপটপ আছে,সেসবও খোজখবর নেন ।
শিক্ষার্থীদের হাতে কলমে শিখানোর উপর জোড় দেন প্রধান শিক্ষক এ সময়ে।
স্যারের সফরসঙ্গী হিসেবে সুমন শফিক স্যার,এপি জহির স্যার ও অফিস সহকারী রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এটুআই এর একজন আইসিটি এম্বাসেডর হিসেবে কঠিন একটা দ্বায়িত্বও বটে। ২০০৩/২০০৪ সালের দিকে হাতে গোনা ৪/৫জন নবম ও দশম শ্রেনীর কম্পিউটার শিক্ষা দিতে হয়েছে আমাকে একজন কম্পিউটার শিক্ষক হিসেবে। আর আজ ৭০০/৮০০ জন বাচ্চাদের শিখাতে হচ্ছে। এজন্য সকল শিক্ষকদের টাইপিং অন্তত জানতেই হবে। সরকারের স্বপ্ন এই ল্যাব বাস্তবায়নে সহযোগীতা করবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি