Loading..

ম্যাগাজিন

১০ জানুয়ারি, ২০২০ ১২:০৩ পূর্বাহ্ণ

হাওর পাড়ের শিক্ষক সম্মেলনে সিলেট বিভাগীয় ict4e জেলা অ্যাম্বাসেডর শিক্ষকদের জন্য বরাদ্দকৃত পাওয়ার ব্যাংক বিতরণ ।

হাওর পাড়ের শিক্ষক সম্মেলনে সিলেট বিভাগীয় ict4e জেলা অ্যাম্বাসেডর শিক্ষকদের জন্য বরাদ্দকৃত পাওয়ার ব্যাংক জেলা ict4e অ্যম্বাসেডর শিক্ষদেকর মধ্যে বিতরণ করা হয়।√সুনামগঞ্জে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব জাহাঙ্গীর আলম- জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জ। √মৌলভীবাজারে প্রধান অতিথি ছিলেন জনাব আব্দুল ওয়াদুধ-জেলা শিক্ষা অফিস মৌলভীবাজার। √হবিগঞ্জে প্রধান অতিথি ছিলেন-জনাব মোহাম্মদ রুহুল্লাহ-জেলা শিক্ষক অফিসার হবিগঞ্জ। সিলেট জেলা আগামী কাল জেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব অনিল কৃষ্ণ মজুমদার বিতরণ করবেন। গতকাল বেলা ২ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে আমরিয়া মাদরাসার সহকারী শিক্ষক মিসবাহ উদ্দিনের পরিচালনায় প্রধান শিক্ষক ও জেলা এ্যাম্বাসেডর সালাহ উদ্দিন আজিজ এর সভাপতিত্বে একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রদত্ত ICT4E জেলা এ্যাম্বাসেডরদের মধ্যে পাওয়ার ব্যাংক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলাম জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ। গত ২৭ ও ২৮ ডিসেম্ভর-২০১৯ সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে হাওর পাড়ের শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে শুধুমাত্র সিলেট বিভাগের ৪ জেলার এ্যাম্বাসেডরদের জন্য এটুআই প্রদত্ত এই পাওয়ার ব্যাংক বিতরণ করা হয়েছিল যা সুনামগজ্ঞ জেলার জন্য জেলা এ্যাম্বাসেডর ও হাওড় পাড়ের শিক্ষা সম্মেলনের অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তা সকল এ্যাম্বাসেডরদের হাতে প্রদান করে। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, অত্র জেলার আইসিটিতে দক্ষ শিক্ষকদের নিয়ে সুনামগজ্ঞ জেলার শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে জেলা এ্যাম্বাসেডরবৃন্দ। তিনি এ্যাম্বাসেডরবৃন্দদেরকে সার্বিকভাবে সহযোগীতার কথা বলেন এবং এ্যাম্বাসেডররা যেন নিজ নিজ উপজেলায় এমএমসি এর যথাযথ ব্যবহার ও ডিজিটাল কনটেন্টের মাধ্য মাল্টিমিডিয়া ক্লাশের উপর বেশি গুরুত্ব দেয়ার জন্য সবাইকে সক্রিয় ভুমিকা রাখার জন্য উদাত্ত আহবান জানান। পরে তিনি সুনামগজ্ঞ জেলার আইসিটি বিভাগকে এগিয়ে নেয়ার জন্য উপস্থিত এ্যাম্বাসেডদের উৎসাহ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম ৷ জেলা এ্যাম্বাসেডরদের সংখ্যা বৃদ্ধিকরণ, ইনহাউজ ট্রেনিং এর ব্যবস্থা সহ আরো অনেক বিষয়ে অনুষ্ঠানে আলোচনা হয়। পরে প্রধান অতিথি উপস্থিত সকল এ্যাম্বাসেডরদের মধ্য পাওয়ার ব্যাংক বিতরণ ধন্যবাদ এটুআই,আইসিটি ডিভিশনকে।লেখা সহযোগিতায় সামাদ স্যারের ফেইসবুক..

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি